ঢাকা: দীপিকা পাড়ুকোনের হাতে এখন চারটি ছবির কাজ, দম ফেলারও ফুসরত নেই তার। এদিকে রনবীর এর সাথে অভিনীত নতুন ছবি ‘ইয়ে জওয়নি হ্যায় দিওয়ানি’-এর ইউকে প্রমোশনের কাজে ছবির পুরো টিম গেলেও তিনি যান নি!
সব ফেলে তিনি শুটিং স্পট থেকে বিমানে করে সোজা উড়ে এসেছেন কলকাতায়, বলিউড কিং শাহরুখ খানকে খুশি করতে। তবে এই আসাটা কোলকাতা নাইট রাইডার্স এর দর্শক গ্যালারিতে গলা ফাটানোর জন্যও নয়। এমন কথা শোনার পর যে কেউ চিন্তিত হওয়ার কথা। এমনিতেই এবারের আইপিএল আসরে ‘ককটেল’ থেকে একটি আইটেম গানে নেচে গ্যালারি মাত করেন এই অভিনেত্রী।
পরে জানা গেছে শাহরুখ খানের সাথে অভিনীত নতুন ছবি `চেন্নাই এক্সপ্রেস`-এর জন্য তিনি এসেছেন।
দীপিকার এই সিদ্ধান্তের কারণ কি শুধুই শাহরুখ খান? তা অনেকে প্রশ্ন করলে তিনি জানান, তিনি শাহরুখ খানের সাথে ‘চেন্নাই এক্সপেস’ ছবিটির কাজ শেষ করতে এসেছেন। এর বেশি কিছু না।’