ঢাকা, ০১ মে - গত বছরের শেষের দিকে ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় মাসুদ আখন্দের পরিচালনায় মুক্তিযুদ্ধভিত্তিক গল্প নিয়ে নির্মিত ‘পিতা’ চলচ্চিত্রটি মুক্তি পায়।
আগামী ৫ই মে আমেরিকার বেভারলি হিলসে ছবিটি এক প্রিমিয়ার শো’র আয়োজন করা হয়েছে।
এ বিষয়টি নিশ্চিত করে ছবিটির পরিচালক মাসুদ আখন্দ জানান, ‘ আমেরিকার বেভারলি হিলসের উইলসাইর স্ক্রিনিং রুমে ছবিটি দেখানো হবে। এখানে মূলত হলিউডের বড় বড় বাজেটের ছবি দেখানো হয়। এখানে আমার পরিচালনার ছবিটি দেখানো হবে, এটাই সত্যিই সৌভাগ্যের। আয়োজকরা লস এঞ্জেলসের বিশিষ্ট আমেরিকান বাঙালি।’
তিনি আরো জানান, ‘হলিউডে আমার দ্বিতীয় ছবি ‘স্লেভ কুইন’ এর কাজ শুরু করেছি।
যার বাংলা নাম সম্ভবত হবে ‘দাসের রানী’ । হলিউডে সব ছবির আগে ট্রেইলর বানানো হয়। আমরা প্রজেক্টটার জন্য একটা ট্রেইলর বানাচ্ছি, তাই ট্রেইলারের জন্য কাস্টিং করছি এবং পাশাপাশি মূল ছবির জন্য শিল্পী নির্বাচন করছি।’
পরিচালক মাসুদ আখন্দ আগামী ১১ মে আমরা ছবিটির ট্রেইলারের শুটিং করবেন লস এঞ্জেলসে। ছবিতে আমেরিকান, সুইডিশ, ভারতীয় ও বাংলাদেশের শিল্পী থাকবে এবং শুটিং হবে বাংলাদেশ ও সুইডেনে।
জানা গেছে, ছবির ভাষা হবে ইংলিশ তবে বাংলায় ডাবিং থাকবে বাংলাদেশের দর্শকদের জন্য। এই ছবি প্রযোজনা করবে প্রতিষ্ঠান আমেরিকান ও সুইডিশ প্রোডাকশন কোম্পানি।
উল্লেখ্য, মাসুদ আখন্দের প্রথম ছবি ‘পিতা’-তে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন-জয়ন্ত চট্টোপাধ্যায়, মাসুদ আখন্দ, কল্যাণ কোরইয়া, বন্যা মির্জা, সায়না আমিন, উপমা, শুভ রাজ, মইন দুররানী, শামীমা নাজনীনসহ আরও অনেকে।