Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯ , ১ অগ্রহায়ণ ১৪২৬

গড় রেটিং: 3.0/5 (189 টি ভোট গৃহিত হয়েছে)


আপডেট : ০৫-০৭-২০১৮

সিঙ্গাপুরে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

সিঙ্গাপুরে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

সিঙ্গাপুর সিটি, ০৭ মে- সিঙ্গাপুরের বিডোক এলাকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতের নাম জহিরুল ইসলাম মোল্লা (৪৫)। দেশের বাড়ি টাঙ্গাইলের বাসাইল থানার বাঈখোলা গ্রামে। রোববার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জহিরুল ইসলামের সহকর্মী রবিন ও সুবাহান জানান, ফজর নামাজ শেষে জহিরুল ইসলাম কাকিবুকিত থেকে টেম্পানিসে সাইকেল চালিয়ে কাজের উদ্দেশে যাচ্ছিলেন। মধ্যপথে বিডোক মসজিদের চৌরাস্তায় শ্রমিক বহনকারী ট্রাকের সঙ্গে দুর্ঘটনা ঘটে। পরে অ্যাম্বুলেন্সে চাঙ্গী জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। হাসপাতালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন

বুধবার বিকেলে মরদেহ বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে। সেখানে জানাজা শেষে মরদেহ দাফন করা হবে বলে নিশ্চিত করেছেন নিহতের ছোট ভাই।

জহিরুল ইসলাম মোল্লা নির্মাণ শ্রমিক হিসেবে সিঙ্গাপুরের জিনসিয়া কনস্ট্রাকশন কোম্পানিতে প্রায় ১৮ বছর ধরে কর্মরত ছিলেন।
জহিরুল মোল্লার ৬ বছরের এক ছেলে সন্তান, স্ত্রী ও মা আছে।

সূত্র: জাগোনিউজ

আর/১০:১৪/০৭মে

সিঙ্গাপুর

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে