Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, শুক্রবার, ৭ আগস্ট, ২০২০ , ২৩ শ্রাবণ ১৪২৭

গড় রেটিং: 2.9/5 (31 টি ভোট গৃহিত হয়েছে)


আপডেট : ০৩-২৬-২০১৩

জামালপুরে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, একজন নিহত


	জামালপুরে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, একজন নিহত

জামালপুর, ২৬ মার্চ- জামালপুরের সরিষাবাড়ি উপজেলায় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে বিএনপির কর্মীদের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহত বেলাল হোসেন (৫০) বিএনপি কর্মী বলে জানা গেছে।

এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন। এদের মধ্যে ১৩ জন গুলিবিদ্ধ রয়েছেন।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপতালে নেওয়া হয়েছে। বাকিদের জামালপুর সদর হাসপাতাল ও সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সোমবার দিনগত রাত ১২টায় সরিষাবাড়ির শহীদ মিনারে স্থানীয় প্রশাসনের পরে আওয়ামী লীগ ফুল দেয়। এরপর বিএনপি ফুল দিতে গেলে আওয়ামী লীগ তাদের বাধা দেয়। বাধা উপেক্ষা করে সেসময় ফুল দিয়ে চলে আসে বিএনপি নেতাকর্মীরা।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয় প্রশাসন আয়োজিত পতাকা উত্তোলন কর্মসূচিতে অংশ নিতে সরিষাবাড়ি কলেজ মাঠে জড়ো হয় বিএনপি নেতাকর্মীরা।

একই সময় প্রভাত ফেরি থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা স্লোগান দিতে থাকে। এসব স্লোগান শুনে উত্তেজিত হয়ে বিএনপি নেতাকর্মীরাও আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করে।

এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। একপর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে টিয়ারশেল ও পরে শটগানের গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই বেলাল মারা যান।  এসময় গুলিবিদ্ধ হন আরো ১৩ জন।

জেলা বিএনপির সভাপতি ও সরিষাবাড়ি বিএনপির সাধারণ সম্পাদক ফরিদুল কবির তালুকদার সিমলা বাজারে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানান, নিহত বেলাল হোসেন পৌর যুবদলের সক্রিয় সদস্য ছিলেন।

এছাড়া গুলিবিদ্ধ সবাই বিএনপি নেতাকর্মী বলে দাবি করেছেন তিনি।

এদিকে, তিনি আরো জানান, নিহতের সংখ্যা বাড়তে পারে।

জামালপুর

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে