Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 2.7/5 (9 টি ভোট গৃহিত হয়েছে)

print

আপডেট : ০২-১৩-২০১৮

বিয়ে করলেন সৃজিত

বিয়ে করলেন সৃজিত

কলকাতা, ১৩ ফেব্রুয়ারি- টলিউডের মোস্ট ব্যাচেলর বয় সৃজিত মুখোপাধ্যায় চুপি চুপি বিয়ে সেরে ফেলছেন। পরে সেই কথাই নিজে মুখে ঘোষণা করলেন তিনি। সম্প্রতি শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের দফতরে বসে সৃজিত জানান, ‘অনেকদিন ধরে প্রেমটা চলছিল। এবার বিয়েটা সেরে ফেললাম। যদিও অনেকদিন আগেই হওয়ার কথা ছিল। শেষ পর্যন্ত ২৯ জানুয়ারি সেটা সম্পন্ন হল’।

এখন প্রশ্ন পাত্রীটি ক‌ে? পাত্রীর নাম শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। নামটা পড়ে চোখ মাথায় উঠতেই পারে! কিন্তু স্বয়ং পাত্র যখন এমন কথা বলছে তখন কি আর করা। আরে মশাই গোটাটাই মজা। ভেঙ্কটেশের নতুন ইনিংস শুরু করতে চলেছেন সৃজিত। সেই ছবির ঘোষণা করতে গিয়ে পরিচালক বলেন, ‘এসভিএফ-এর সঙ্গে বিয়েটা সেরে ফেললাম’।

শংকরের ‘চৌরঙ্গী’ নিয়ে এবার মাঠে নেমেছেন সৃজিত। খেলোয়াড় প্রসেনজিৎ, যিশু, আবির, মমতা শংকর ও জয়া এহসান।

এক সময় যে ছবিতে উত্তম কুমার, শুভেন্দু চট্টোপাধ্যায়, বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, অঞ্জনা ভৌমিক, উৎপল দত্তের মতো কাল্ট অভিনেতা-অভিনেত্রীরা অভিনয় করেছেন, সেখানে নতুন করে তা দর্শকদের সামনে তা তুলে ধরার কঠিন কাজটি হাতে নিয়েছেন পরিচালক। আর এই কাজে গল্পের স্রষ্টা পুরো ভরসা রাখছেন সৃজিতের ওপর।

আরও পড়ুন: এক চোখেই কুপোকাত সোস্যাল মিডিয়া! (ভিডিও সংযুক্ত)

শংকর জানান, ‘চৌরঙ্গীর সঙ্গে কোনো ভুল করবেন না সৃজিত।' এদিকে ছবির সংগীতের দায়িত্বে থাকছেন অনুপম রায়।

উত্তম কুমার অভিনীত স্যাটা বোসের চরিত্রে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। শংকর অর্থাৎ সূত্রধরের ভূমিকায় আবীর চট্টোপাধ্যায়। অনিন্দ্য পাকড়াশির চরিত্রে থাকছেন যিশু সেনগুপ্ত। মিসেস পাকড়াশি হচ্ছেন মমতা শংকর। এছাড়া মার্কোর চরিত্রে অঞ্জন দত্ত এবং ছোট একটি চরিত্রে দেখা যাবে জয়া এহসানকে। আপাতত চলছে ছবির প্রি-প্রোডাকশনের কাজ। সব ঠিক থাকলে চলতি মাসেই মাঠে নামবেন সৃজিত ও চৌরঙ্গী টিম।

সূত্র : কলকাতা২৪x৭

আর/০৭:১৪/১৩ ফেব্রুয়ারি

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে