Deshe Bideshe

DESHEBIDESHE

Login
ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 3.5/5 (4 টি ভোট গৃহিত হয়েছে)

print

আপডেট : ১২-০৭-২০১৭

ঘণ্টায় ৪০০০ কি.মি গতিতে ছুটবে সুপারসনিক মিসাইল

ঘণ্টায় ৪০০০ কি.মি গতিতে ছুটবে সুপারসনিক মিসাইল

নয়াদিল্লি, ০৭ ডিসেম্বর- বিশ্বের অন্যান্য ক্ষমতাধর দেশের মত ভারতও তাদের সামরিক শক্তি বৃদ্ধিতে মরিয়া হয়ে উঠেছে। আর তারই জের ধরে আগামী দু’বছরের মধ্যে দেশটির সুপারসনিক মিসাইল ব্রাহ্মোসের গতি অনেকটাই গতি বাড়ানো হবে বলে জানানো হয়েছে। বর্তমানে যেখানে এই মিসাইলের গতি প্রায় ৩০০০ কিলোমিটার প্রতি ঘণ্টা। সেখানে, এই গতি ৪০০০ কিলোমিটারেরও বেশি হবে বলে দাবি করছেন ব্রাহ্মোস অ্যারোস্পেসের এমডি ও সিইও সুধীর মিশ্র।

তিনি আরও বলেন, আগামী চার বছরে এই গত ৬০০০ কিলোমিটারে পৌঁছতে পারে। তবে এর থেকে বেশি গতি পেতে গেলে বদল করতে হবে ইঞ্জিন। এর জন্য প্রয়োজন হবে এক বিশেষ ধরনের ‘সুপারসনিক কম্বিউশন’ ইঞ্জিন। যা তৈরি হতে সময় লাগবে সাত থেকে ১০ বছর।  

বর্তমানে ৩০০০ কিলোমিটার অর্থাৎ শব্দের থেকে ২.৮ গুন বেশি গতিতে ছোটে ব্রাহ্মোস। ভারতের ডিআরডিও এবং রাশিয়ার এনপিও যৌথ উদ্যোগে বানাচ্ছে এই মিসাইল।

মিশ্র আরও জানিয়েছেন, ওই বিশেষ ধরনের ইঞ্জিন তৈরির কাজও শুরু করে দিয়েছে ব্রাহ্মোস অ্যারোস্পেস।এর জন্য নতুন উপকরণ প্রয়োজন। আগামী ১০ বছর পর এর ফল পাওয়া যাবে বলে জানান তিনি।

এফ/১২:২৩/০৭ ডিসেম্বর

দক্ষিণ এশিয়া

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে