Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২০ , ১০ মাঘ ১৪২৬

গড় রেটিং: 2.9/5 (42 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ১১-০১-২০১১

তারকার ডায়েরি

তারকার ডায়েরি
আশির দশকের শেষের দিকে সিনেমার দর্শক যখন এক মুখ বারবার দেখতে দেখতে বিরক্ত, প্রেক্ষাগৃহে যাওয়া প্রায়ই ছেড়ে দিয়েছেন তখন শবনব-শাবানার মতো জীবন্ত কিংবদন্তি নায়িকাদের আবিষ্কারক ক্যাপ্টেন এহতেশাম নব্বই দশকের শুরুতে উপহার দেন আও একজন নায়িকাকে যিনি প্রথম ছবিতেই ?হঠাৎ দেখা ঝলকানি?র মতো পুরো চলচ্চিত্রকে আলোকিত করে তোলেন। সেই নায়িকার নাম শাবনাজ। এহতেশামের ?চাঁদনী? ছবি দিয়ে সুপারহিট শাবনাজ চলচ্চিত্রের চোহরাটাই পাল্টে দেন। ১৯৯১ সালে মুক্তি পায় ?চাঁদনী?। শাবনাজের সঙ্গে নতুন নায়ক নাঈম। শুরু হয় নতুনদের যুগ। আবিষ্কারক এহতেশাম শবনম-শাবানার পথ ধরে নতুন এই নায়িকার নাম দেন শাবনাজ। মেয়েটির আসল নাম সাবরিনা তানিয়া। বিক্রমপুরের মেয়ে। জন্ম ২৯শে অক্টোবর। বাবা প্রয়াত স.ম. হুমায়ূন মঞ্চনাটাকের সঙ্গে জড়িত ছিলেন। বাবাকে দেখেই অভিনয়ের প্রতি উৎসাহ জমে তানিয়ার। এই উৎসাহই তাকে সফল তারকা শাবনাজে পরিণত করে। ?চাঁদনী?র পর আরও বেশ কিছু ছবিতে অভিনয় করেন শাবনাজ। সুঅভিনয়ের সুবাদে ১৯৯৬ সালে চিত্রনায়ক আলমগীর পরিচালিত ?নির্মম? ছবির জন্য শাবনাজ শ্রেষ্ঠ অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় চিত্রনায়ক নাঈমকে বিয়ে করে চলচ্চিত্র থেকে বিদায় নেন শাবনাজ। তার অভিনীত সর্বশেষ ছবি আজিজুর রহমান পরিচালিত ?ডাক্তার বাড়ী? যা ২০০৭ সালে মুক্তি পায়। বর্তমানে স্বামী নাঈম ও দুই কন্যাকে নিয়ে শাবনাজের সুখের সংসার।

বলিউড

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে