Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 3.0/5 (146 টি ভোট গৃহিত হয়েছে)

print

আপডেট : ১১-০৩-২০১৭

নিজের তৈরি হাতবোমায় নিহত যুবক

নিজের তৈরি হাতবোমায় নিহত যুবক

চাঁপাইনবাবগঞ্জ, ০৩ নভেম্বর- তাইফুর রহমান (৩৫) নামে একজন নিহত হয়েছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার ৯নং ওয়ার্ডের মর্দানা গ্রামে হাতবোমা তৈরির সময় বিষ্ফোরণে। তিনি মর্দানা গ্রামের ফজলু আলীর ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার দুপুর ২টার দিকে তাইফুর রহমান তার বাড়ির নিজ ঘরে হাতবোমা তৈরি করছিল। একপর্যায়ে বোমাটি বিস্ফোরিত হলে তার ডান হাত উড়ে যায় এবং মুখমণ্ডল ঝলসে যায়। পরে তাকে বাড়ির সদস্যরা আহত অবস্থায় উদ্ধার করে আত্মগোপনে নিয়ে গিয়ে চিকিৎসা দেয়। পরে মুমুর্ষ অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে তার পরিবার নিশ্চিত করেছে।  

বর্তমানে লাশ রাজশাহী মেডিকেলে রয়েছে। এদিকে ঘটনার খবর পেয়ে শিবগঞ্জ থানার ওসি হাবিবুল ইসলাম হাবিবের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এলাকাবাসী জানিয়েছে, গত তিন মাসে আগে একই গ্রামে তাইফুরের চাচাতো ভাই আলী সাহেবের বাড়িতে একসঙ্গে চারটি হাতবোমা বিস্ফোরণে দুটি ঘর ক্ষতিগ্রস্ত হয়।   

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

আর/১০:১৪/০৩ নভেম্বর

চাপাইনবাবগঞ্জ

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে