Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২০ , ১০ মাঘ ১৪২৬

গড় রেটিং: 3.2/5 (42 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ১০-৩০-২০১১

আগের চেয়েও বেশি খোলামেলা

আগের চেয়েও বেশি খোলামেলা
?জান্নাত? ছবি দিয়ে বলিউডে পা রাখেন অভিনেত্রী সোনাল চৌহান। সুপারহিট এই ছবিতে ইমরান হাশমীর বিপরীতে ব্যাপক খোলামেলা দৃশ্যে অভিনয় করে বেশ আলোচিত হয়েছিলেন তিনি। শুধু তাই নয়, ছবিতে তার অভিনয়ও প্রশংসিত হয়। কিন্তু ছবির ব্যবসা সফলতা এবং ভালো পারফরমেন্সের পরও দুর্ভাগ্যবশত খুব একটা জায়গা তিনি করতে পারেননি বলিউডে। যার কারণে জান্নাতের পর মাত্র দু?টি ছবিতে অভিনয়ের সুযোগ হয় তার। প্রথম ছবিতে এতটা আলোচিত হবার পরও পরবর্তী সময়ে নিজেকে তেমন একটা মেলেই ধরতে পারেননি সোনাল। এ কারণে বলিউডে দীর্ঘ বিরতিতে থাকতে হয় তাকে। কিন্তু এই বিরতির পর বেশ রাজসিক প্রত্যাবর্তনই আবার ঘটতে যাচ্ছে সোনালের। কারণ, ভাটদের একটি বিগ বাজেটের থ্রিলারনির্ভর ছবিতে ইতিমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ছবির প্রধান চরিত্রে অভিনয় করছেন সোনাল। ছবির কাহিনী গড়ে উঠেছে একজন তরুণীর জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার পুনরাবৃত্তি নিয়ে। আর এই তরুণীর ভূমিকায় অভিনয় করেছেন সোনাল। তার বিপরীতে অভিনয় করার কথা রয়েছে তুষার কাপুরের। জানা গেছে, থ্রিলারনির্ভর এই ছবিতে আগের চেয়েও বেশি খোলামেলা হয়ে পর্দায় আসবেন সোনাল চৌহান। ছবির বেশ কয়েকটি দৃশ্যেই বিকিনি পরে ক্যামেরাবন্দি হবেন তিনি। পাশাপাশি তুষারের সঙ্গে একটি চুমোর দৃশ্যেও দেখা যাবে তাকে। তবে বড় বিষয় হচ্ছে, এই ছবিটিই মাইলফলক হয়ে থাকতে পারে সোনালের কাছে। ছবিটিকে খোদ সোনালও দেখছেন ক্যারিয়ারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে। এ বিষয়ে তিনি বলেন, আমি আসলে এমন একটি ছবি ও চরিত্রের অপেক্ষাতেই ছিলাম। আমি নিজের শতভাগ দিয়েই এখানে কাজ করবো। আর ভাটজি?দের কাজ সব সময়ই ব্যতিক্রম হয়। এই ছবিটিও দর্শকদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।

বলিউড

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে