Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৯ , ২৭ অগ্রহায়ণ ১৪২৬

গড় রেটিং: 3.0/5 (121 টি ভোট গৃহিত হয়েছে)


আপডেট : ১০-০১-২০১৭

অস্ট্রেলিয়ায় বাংলাদেশিদের দুর্গোৎসব পালন

নাইম আবদুল্লাহ


অস্ট্রেলিয়ায় বাংলাদেশিদের দুর্গোৎসব পালন

সিডনি, ০১ অক্টোবর- অস্ট্রেলিয়ার সিডনিসহ বিভিন্ন শহরে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের আয়োজন অনুষ্ঠিত হয়েছে দুর্গাপূজা।

স্থানীয় সময় শনিবার কনকর্ড ও স্ট্রাথফিল্ড গার্লস হাইস্কুলে প্রথম দুর্গাপূজা শুরু হয় ‘ওয়েস্ট বেঙ্গল এসোসিয়েশন’ ও আশীষ ভট্টাচার্য পরিবারের আয়োজনে।


এছাড়া সিডনির গ্লেনফিল্ড কমিউনিটি হলে পাঁচ দিনব্যাপী পূজার আয়োজন শেষ হয় রোববার রাতে। কার্লিংফোর্ডের ক্যাম্বারল্যান্ড হাইস্কুলে পূজা শেষ হয় শনিবার।

শনিবার ও রোববার দুর্গাপূজা পালিত হয়েছে সিডনির কোগারাতে জেমস কুক বয়েজ টেকনোলজি হাইস্কুলে, সিডনির গ্র্যানভিল স্টেশনের কাছে গ্র্যানভিল টাউন হলে, সিডনির নর্থমিডে ক্যাম্পবেল স্ট্রিটে ও নর্থমিড হাইস্কুল ক্যাম্পাসে।


এছাড়াও স্থানীয় সময় আগামী ৭ অক্টোবর সিডনির ওয়েন্টওর্থভিলের রেডগাম সেন্টারে সিডনির সবচেয়ে পুরনো পূজা ও সাংস্কৃতিক সংগঠন ‘বাংলাদেশ সোসাইটি ফর পূজা অ্যান্ড কালচার’-এর উদ্যোগে পালিত হবে সিডনির সবচেয়ে বড় দুর্গোৎসব। পেনরিথে থর্নটন কমিউনিটি সেন্টারেও একই দিনে পূজা আয়োজন করা হয়েছে।

আর/১৭:১৪/০১ অক্টোবর

অষ্ট্রেলিয়া

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে