Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০ , ৯ আশ্বিন ১৪২৭

গড় রেটিং: 3.0/5 (17 টি ভোট গৃহিত হয়েছে)


আপডেট : ১২-১৮-২০১২

হরতালের সমর্থনে নারায়ণগঞ্জে মশাল মিছিল


	হরতালের সমর্থনে নারায়ণগঞ্জে মশাল মিছিল

নারায়ণগঞ্জ শহরে সোমবার সন্ধ্যায় বিশাল মশাল মিছিল করেছেন বাম সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবারের হরতাল সমর্থনে সোমবার সন্ধ্যা ৬টায় শহরের চাষাঢ়া নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিণ করে। এসময় নেতাকর্মীদের হাতে ছিল প্রচুর মশাল। আর এসব মশালেও দীর্ঘক্ষণ আগুন জ্বলছিল।

জ্বালানি তেল-গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধি রোধ, আশুলিয়ায় গার্মেন্টস সেক্টরে হত্যাকাণ্ডের বিচারসহ যুদ্ধাপরাধীদের বিচার ও জন-জীবনের সংকট সমাধানে ৭ দফা দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলসহ (বাসদ), কয়েকটি বাম সংগঠন মঙ্গলবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে।

এ হরতাল সমর্থনে গত কয়েকদিন ধরেই নারায়ণগঞ্জে বামপন্থি রাজনৈতিক দলগুলো শহরে মিছিল ও সমাবেশ করছে।

এরই ধারাবাহিক অংশ হিসেবে সোমবার বিকেলে শহরের চাষাঢ়ায় নেতাকর্মীরা জমায়েত হন। পরে তারা শহরের চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে সমাবেশ করেন।

সেখানে বক্তব্য রাখেন- গণতান্ত্রিক বাম মোর্চা নারায়ণগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক আবু হাসান টিপু, গণসংহতি আন্দোলন জেলা কমিটির সমন্বয়ক তরিকুল সুজন, গার্মেন্টস শ্রমিক সংহতি আন্দোলন জেলা কমিটির আহ্বায়ক অঞ্জন দাস, প্রতিবেশ আন্দোলন জেলা কমিটির আহ্বায়খ ওবায়দুর রহমান হাসান, ছাত্র ফেডারেশনের জেলা কমিটির সভাপতি রফিকুল বাপ্পী প্রমুখ। পরে তাদের নেতৃত্বে মিছিল বের হয়।

নারায়নগঞ্জ

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে