Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, শনিবার, ১১ জুলাই, ২০২০ , ২৬ আষাঢ় ১৪২৭

গড় রেটিং: 2.9/5 (113 টি ভোট গৃহিত হয়েছে)


আপডেট : ০৮-২৮-২০১৭

সালমার অবস্থা উন্নতির দিকে: দালালসহ দুই জনের বিরুদ্ধে মামলা

সালমার অবস্থা উন্নতির দিকে: দালালসহ দুই জনের বিরুদ্ধে মামলা

চুয়াডাঙ্গা, ২৮ আগস্ট- গৃহকর্মী হিসাবে ৯ মাস আগে সৌদি আরবে বিক্রি হওয়া সালমা খাতুনের (২৮)অবস্থা কিছুটা ভালো বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসক তারিক হাসান সাঈদ। সোমবার সকালে নির্যাতিতার স্বামী জিনারুল ইসলাম বাদী হয়ে দালাল চক্রের সদস্য হাবলুসহ দুই জনের নাম উল্লেখ করে আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করেছেন। সালমার বাড়ি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার শিবপুর গ্রামে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসক তারিক হাসান সাঈদ জানান, সালমার শারিরীক অবস্থা উন্নতি দিকে। তার শরীরের আঘাতগুলো গুরুতর। সালমার পুরোপুরি সুস্থ হয়ে উঠতে কিছুটা সময় লাগবে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার কাজ চলছে।

এদিকে জেলা প্রশাসক জিয়াউদ্দিন আহমেদ, চুয়াডাঙ্গা-১ আসনের এমপি ও জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার সেলুনসহ বিভিন্ন সংস্থা সালমা খাতুনকে আর্থিক সাহায্য করাসহ তার চিকিৎসার ভার নিয়েছেন।

জেলা পুলিশ যতদ্রুত সম্ভব দালাল চক্রের সদস্য হাবলুকে আটকের জন্য কাজ করছে উল্লেখ করে আলমডাঙ্গা থানার ওসি আক্রাম হোসেন জানান, সোমবার সকালে সালমা খাতুনের স্বামী জিনারুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনার পর থেকে দালাল চক্রের সদস্য হাবলুসহ গুলশান-২ নতুন বাজারের ‘আল জাহান এজেন্সি’র লোকজন আত্মগোপণ করেছে। পুলিশ আসামিদের ধরতে জোর চেষ্টা চালাচ্ছে।

এমএ/ ২২:৫০/ ২৮ আগস্ট

চুয়াডাঙ্গা

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে