নারায়ণগঞ্জের রূপগঞ্জে পিকআপ ভ্যানসহ কাপড় লুটের মামলায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার ভোরে জেলার সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করা হয়।
এরা হলেন- মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার দেশনাল এলাকার নজরুল ইসলামের ছেলে আমিনুল ইসলাম বাবু(৩৪), ভোলা জেলার বোরহানউদ্দিন থানার ছোট মাইনকা এলাকার আব্দুল ওয়াদুদ মিয়ার ছেলে সালাউদ্দিন(২০), কুমিল্লা জেলার মুরাদনগড় থানার পুড়াখাল এলাকার সামাদুর হোসেনের ছেলে আনু মিয়া(৩০) ও জেলার আড়াইহাজার থানার দুপ্তারা সানপাড়া এলাকার সূর্য মহনের ছেলে শ্রী লোকনাথ(৩৪)।
এ বিষয়ে রূপগঞ্জ থানার উপপরিদর্শক(এসআই)বিল্লাল হোসেন জানান, গত বুধবার ভোরে জেলার আড়াইহাজারের কালিবাড়ি থেকে একটি পিকআপ ভ্যান ভর্তি(ঢাকা মেট্রো ড ১১-১২৯৯) কাপড় নিয়ে ঢাকার ইসলামপুরে যাচ্ছিল।
এ সময় ঢাকা-সিলেট মহসড়কের রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকায় এলে ১০/১২ জনের একদল ছিনতাইকারী গাড়ির গতিরোধ করে কাপড়সহ পিকআপ ভ্যানটি লুট করে নিয়ে যান।
পরে কাপড় ব্যবসায়ী মিলন মিয়া ৩৪ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ এনে রূপগঞ্জ থানায় একটি মামলা করেন।
এসআই আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। পিকআপ ভ্যানসহ মালামাল উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।