Deshe Bideshe

DESHEBIDESHE

Login
ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 2.9/5 (87 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৮-১৩-২০১৭

সেদিনও ভোর হবার কথা ছিলো

সাকিব জামাল


সেদিনও ভোর হবার কথা ছিলো

সেদিনও ভোর হবার কথা ছিলো এই বাংলার আকাশে আবহমান নিয়ম মত

কিন্তু, কালো অন্ধকারের নেশাগ্রস্ত – ‘লাল-সবুজ’ বিদ্বেষী ‘পাক’ অনুগত

হঠাৎ কিছু হায়েনার রক্ত পিপাসা জাগে-বাতাসে ভাসাতে রক্তের গন্ধ

থমকে দিতে বাংলাদেশ। দীর্ঘায়িত করতে রাত। কণ্ঠ করতে স্তব্ধ।

স্টেনগান হাতে উদ্ভ্রান্ত হায়েনার দল এসে ধানমন্ডি ৩২ নম্বর সড়ক

স্বপরিবারে জাতির জনককে করে খুন-জাতির কপালে ছাপে কলঙ্ক তিলক।

খুন করে বাংলাদেশকে। বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্নকে করে ধূলিসাত–

ভোর হলো না আর সেদিন- কালো আঁধারে ঢাকে ফের বাঙালির ভবিষ্যৎ।

সময় বয়ে যায়- কুলাঙ্গাররা মাতে রাজপথে, বসে মসনদে বাংলার

কলঙ্কের বোঝা কাঁধে জাতি হারায় পথ, হোচট খায় সে ক্লান্তে বারবার।

অমানিশার দুঃসময় কবে কাটবে ফের, হবে কবে বাংলায় আবার ভোর

মুছে যাবে কলঙ্কের দাগ –খুলবে কবে কুলাঙ্গারদের বিচার করার দ্বোর?

কলঙ্কমুক্ত বাঙালির হাসি দেখে জাতি-খুনিদের ফাঁসি কার্যকরে অবশেষে

৩৪ বছর পর মেলে ফের আলোর রেখা সোনার বাংলার পুব আকাশে।

এমএ/ ০৮:৩১/ ১৩ আগস্ট

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে