Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বৃহস্পতিবার, ২৭ জুন, ২০১৯ , ১৩ আষাঢ় ১৪২৬

গড় রেটিং: 3.0/5 (81 টি ভোট গৃহিত হয়েছে)


আপডেট : ০৮-১৩-২০১৭

চার দিন ধরে কোথায় এই শিক্ষার্থী?

এ আর রাশেদ


চার দিন ধরে কোথায় এই শিক্ষার্থী?

ঝিনাইদহ, ১৩ আগস্ট- ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্মৃতি নামের এক শিক্ষার্থীর চার দিন ধরে কোন খোঁজ পাওয়া যাচ্ছেনা বলে অভিযোগ করেছেন তার পরিবার। এ ঘটনায় স্মৃতির বাবা ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানায় সাধারণ ডায়েরী (জিডি নং-৩১৯) করেছেন।

স্মৃতি নামের ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের ছাত্রী এবং স্মৃতি ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু থানার মকিমপুর গ্রামের আনোয়ার হোসেন মেয়ে।

শনিবার (১২ আগস্ট) স্মৃতির বাবা আনোয়ার হেসেন জানান, স্মৃতি ক্লাস করার উদ্দেশ্যে বুধবার সকালে বাসা থেকে বের হয়। এরপর সে আর বাড়িতে ফেরেনি। আত্মীয়-স্বজনদের বাসায় খোঁজ নেওয়া হয়েছে। কিন্তু কোথাও তার সন্ধান পাওয়া যাচ্ছে না। স্মৃতি বিবাহিত।

তার বাবা আরও জানান, স্মৃতি যখন নবম শ্রেণীর ছাত্রী তখন তার কিছুটা মানসিক সমস্যা ছিল। তার চিকিৎসা করানো হয়েছে। বর্তমানে সে অনেকটা সুস্থ। এছাড়া স্মৃতি কলেজে অধ্যয়নরত অবস্থায় এক ছেলে তাকে পছন্দ করতো কিন্তু স্মৃতি তাকে পছন্দ করতো না। এজন্য ওই ছেলে তাকে বিভিন্ন সময় হুমকি ধামকি দিত।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, ‘মেয়েটির বাবা আমাদের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাকে খুঁজে বের করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সকল বিভাগের সাথে কথা বলে তাদের বিষয়টি গুরুত্বের সাথে দেখতে বলা হয়েছে।’

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, ‘তাকে খুঁজ বের করে পরিবারের কাছে পৌছে দিতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। ইতোমধ্যেই তার কললিস্ট মোবাইল অপারেটরদের কাছে চাওয়া হয়েছে। এছাড়াও দেশের সকল থানায় তার ছবি এবং তথ্য সরবারহ করা হয়েছে।’

ঝিনাইদহ

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে