Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 3.1/5 (100 টি ভোট গৃহিত হয়েছে)

print

আপডেট : ০৮-০৯-২০১৭

শেরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড : অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি

এম,সুরুজ্জামান


শেরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড : অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি

শেরপুর, ০৯ আগস্ট- শেরপুরের শ্রীবরদীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি বসতবাড়ী ও ৩টি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে।

৯ আগস্ট বুধবার দুপুরে উপজেলার চাউলহাটি এলাকায় ওই ঘটনা ঘটে।

ওই ঘটনায় প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দোকান মালিকরা জানায়।

প্রত্যক্ষদর্শী ও দোকান মালিদের সাথে কথা বলে জানা যায়, বুধবার দুপুর ১.১৫ মিনিটের দিকে নজরুল ইসলামের তুলার দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুন সেলিম মিয়ার তুলার দোকান, শহিদুল ইসলামের চাউলের দোকান, ওয়াজকুরুনি ট্রেডার্স, জাবেদ ইলেকট্রনিক্সের গোড়াউন ও ৪টি বসতঘরে আগুন ছড়িয়ে পড়ে।

এ সময় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালায়।

পরে শেরপুর ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রন আনে।

এ ঘটনায় ৩টি দোকান ও ৪টি বসতঘরে থাকা সব মালামাল পুড়ে ভস্মীভূত হয়েছে।

ক্ষতিগ্রস্থ জাবেদ ইলেকট্রনিক্স এর মালিক মো: সালাউদ্দিন জাবেদ জানান, অগ্নিকাণ্ডে আমার বসতঘরসহ ইলেকট্রিক গোডাউনে থাকা সব মালামাল আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে আমার প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

আরেক ক্ষতিগ্রস্থ ওয়াজকুরুনি ট্রেডার্সের মালিক মো: মোজাফফর হোসেন জানান, অগ্নিকাণ্ডে আমার ২শ বস্তা চাউল পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে আমার প্রায় ১০লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

শেরপুর ফায়ার সার্ভিসের সাব-অফিসার মো: আজিজুল হক জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমার একটি টিম ২০মিনিটে ঘটনাস্থলে আসি এবং আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনি। এখনো ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি। তবে আমাদের তদন্ত টিম এসে তদন্ত করে ক্ষয়ক্ষতির পরিমান নিরুপন করবে।

শেরপুর

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে