Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বুধবার, ২০ নভেম্বর, ২০১৯ , ৫ অগ্রহায়ণ ১৪২৬

গড় রেটিং: 3.0/5 (66 টি ভোট গৃহিত হয়েছে)


আপডেট : ০৮-০৪-২০১৭

জারভর্তি কোবরার বিষ, দাম ২১ কোটি টাকা

জারভর্তি কোবরার বিষ, দাম ২১ কোটি টাকা

চুয়াডাঙ্গা, ০৪ আগষ্ট- কাচের এ জারগুলো দেখলে আকর্ষণীয় লাগলেও এসব ভর্তি করা রয়েছে ভয়ঙ্কর কোববার বিষে। তিন কেজি ৩০ গ্রাম ওজনের এসব বিষের দাম প্রায় ২১ কোটি টাকা।

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মদনা মাঠ এলাকা থেকে জারভর্তি এসব কোবরার বিষ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দল।

গত ১ আগষ্ট এসব উদ্ধার করা হলেও পরদিন ২ আগস্টা এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান চুয়াডাঙ্গা বিজিবি-৬ এর অতিরিক্ত পরিচালক মুহাম্মদ লুৎফুল কবীর।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১ আগস্ট দামুড়হুদার সুলতানপুর বিওপি কমান্ডার নায়েব সুবেদার তোতা মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে মদনা মাঠ এলাকায় টহল দিচ্ছিলেন। এ সময় টহলদলের উপস্থিতি টের পেয়ে দুজন লোক মাঠের পাশে বাঁশ বাগানের ভিতরে ঝোপের মধ্যে দুটি ব্যাগ ফেলে পালিয়ে যায়।

পরে টহল দল ঝোপের ভেতর থেকে ওই দুটি ব্যাগ উদ্ধার করে। ব্যাগের মধ্যে পাওয়া যায় ৪টি কাচের জারে ৩ কেজি ৩০ গ্রাম বিষধর কোবরার বিষ। এসব বিষের দাম ২০ কোটি ৯৩ লাখ ৩৬ হাজার ৬৪০ টাকা (প্রায় ২১ কোটি টাকা)।

আর/১২:১৪/০৪ আগষ্ট

চুয়াডাঙ্গা

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে