হলিউড তারকা প্যারিস হিলটন সম্প্রতি তার প্রেমিককে নিয়ে ছুটি কাটাতে গিয়েছেন ভারতের ‘গোয়া’ সমুদ্রসৈকতে। ২৯শে নভেম্বর ভোরবেলা প্রেমিক রিভার ভিপেরির সঙ্গে ভারতে পৌঁছান স্বর্ণকেশী সুন্দরী প্যারিস হিলটন এবং পরবর্তীতে টুইটারের মাধ্যমে ভক্তদের জানান ভারতের প্রাকৃতিক সৌন্দর্যের কথা। প্যারিস টুইট করেন, ‘গোয়াকে ভালবেসে ফেলেছি, সঙ্গে আছে রিভার ভিপেরি। কত চমৎকার দৃশ্য এখানে? ভারত জাদুর স্বর্গ’। এরপর প্রেমিকের সঙ্গে একটি ছবিও পোস্ট করেন প্যারিস। প্যারিসের প্রেমিক রিভারও টুইট করেন, ‘জীবনের ভাল লাগার মুহূর্তগুলো কাটাচ্ছি পৃথিবীর সেরা সুন্দরী মেয়েটির সঙ্গে।’ ৩১ বছর বয়সী প্যারিস হিলটন ২১ বছর বয়সী মডেল রিভার ভিপেরির সঙ্গে প্রেম করছেন। সম্প্রতি ১৬ ঘণ্টার যাত্রাশেষে গোয়াতে বেড়ানোর পর প্যারিস জানিয়েছেন, তিনি মুম্বইতে অনুষ্ঠিতব্য ‘ইন্ডিয়া রিসোর্ট ফ্যাশন উইক’-এ ডিজের ভূমিকা পালন করবেন।