Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০১৯ , ২২ অগ্রহায়ণ ১৪২৬

গড় রেটিং: 3.0/5 (28 টি ভোট গৃহিত হয়েছে)


আপডেট : ১১-২৯-২০১২

মা হতে ভক্তদের কাছ থেকে ছুটি নিলেন সাকিরা


	মা হতে ভক্তদের কাছ থেকে ছুটি নিলেন সাকিরা

এক মাস আগেও স্টেজ কাঁপিয়ে নেচে কনসার্ট করেছিলেন। তবে শাকিরা আপাতত আসন্ন মাতৃত্বের প্রস্তুতিতে ব্যস্ত। ৩৫ বছর বয়সি কলম্বিয়ান এই পপ তারকা এই সুখবরটি নিশ্চিত করেছেন নিজেই। তিনি তার ফেসবুকে লিখেছেন `I could have another 9 months like this!`
সন্তানের বাবা এবং বয়ফ্রেন্ড বার্সেলোনা তারকা জেরার্ড পিক। জেরার্ড শাকিরার চেয়ে ১০ বছরের ছোট। তাদের সম্পর্ক প্রায় দুই বছরের। শাকিরা গত বছর ফেইসবুক ও টুইটারে একটি ছবির ক্যাপশনে `I present to you my sunshine` লিখে জানিয়েছিলেন সেই সম্পর্কের কথা।
শাকিরা তার অভিজ্ঞতা এতটাই উপভোগ করছেন যে জানিয়েছেন, আরও ন’মাস অপেক্ষা করতেও রাজি।
সন্তানের বাবা এবং বয়ফ্রেন্ড, বার্সেলোনা তারকা জেরার্ড পিকের সঙ্গে এই ছবিটা নিজেই লাগিয়েছেন টুইটার আর ফেসবুকে। যেখানে তাঁর বিখ্যাত চিকন কোমরের বদলে সন্তানসম্ভবা মাতৃরূপ।
আর এটাও জানাতে ভোলেননি একটি ছেলেই আসছে তার ঘরে অতিথি হয়ে।

বলিউড

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে