Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৯ , ৭ আশ্বিন ১৪২৬

গড় রেটিং: 2.9/5 (140 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৭-২২-২০১৭

দক্ষিণ কোরিয়া বিএনপি’র নতুন কমিটি গঠিত

দক্ষিণ কোরিয়া বিএনপি’র নতুন কমিটি গঠিত

সিউল, ২২ জুলাই- দক্ষিণ কোরিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সভাপতি হিসেবে পুননির্বাচিত হয়েছেন এম জামান সজল। নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হাসিবুল কবির হাসিব। দক্ষিণ কোরিয়ার খিয়ংগিদো প্রদেশের খোয়াংজু শহরে বিএনপির নির্বাহী কমিটির মিটিং এ সর্বসম্মতিক্রমে আংশিক কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে সিনিয়র সহসভাপতি হিসেবে মোহাম্মদ মুনীর হোসাইন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে ইমন রহমানকে নির্বাচিত করা হয়েছে।   

খুব শীঘ্রই পূর্ণাংগ কমিটি ঘোষণা করা হবে বলে বলে জানিয়েছেন নব নির্বাচিত সাংগঠিক সম্পাদক ইমন রহমান। দক্ষিণ কোরিয়ায় জাতীয়তাবাদী আদর্শের সবাইকে ঐক্যবদ্ধ করাই হবে নতুন কমিটির মূল উদ্দ্যেশ্য। তবে দক্ষিণ কোরিয়ায় দলমত নির্বিশেষে সবার জন্য সামাজিক দ্বায়িত্ব পালন করবে নতুন এই কমিটি।

বিদেশের মাটিতে যেন বাংলাদেশের সুনাম বৃদ্ধি পায় সে লক্ষ্যে সুন্দর রাজনৈতিক অবস্থান সুসংহত রাখতে বদ্ধপরিকর নতুন নির্বাচিত কমিটি।

ঘোষিতআংশিককমিটি
সভাপতি : এমজামানসজল
সিনিয়রসহসভাপতি: মোহাম্মদমুনীরহোসাইন
সহসভাপতি : সম্রাটহাওলাদাররাজু
সহসভাপতি : ছোটনআহমেদ
সহসভাপতি : জাহাংগীরহোসেন
সহসভাপতি: আসাদুজ্জামানজুয়েল
সহসভাপতি : মোঃগোলামহাফিজসৈকত
সহসভাপতি : তাজুলইসলামটনি
সহসভাপতি : জাকিরহোসেননিক্সন
সহসভাপতি : মোঃহান্নানরিন্টু
সহসভাপতি : সামছুদ্দোহাপ্রিন্স
সহসভাপতি : মোফাজ্জেলহোসেনখান
সহসভাপতি : ওয়াদুদসরকার
সহসভাপতি : সম্রাটহোসেনস্বপন
সহসভাপতি : বাবুলহোসেন
সাধারনসম্পাদক: মোঃহাসিবুলকবীরহাসিব
সিনিয়রযুগ্মসম্পাদক : জামানসরকারনলেজ
যুগ্মসম্পাদক: ফেরদৌসটিটু
যুগ্মসম্পাদক: জাহিদহাসান
যুগ্মসম্পাদক: শান্তশেখ
যুগ্মসম্পাদক: সোহেলরানা
যুগ্মসম্পাদক: আঃহালিম
সাংগঠনিকসম্পাদক: ইমনরহমান
সহসাংগঠনিক: মুকুলকিম
সহসাংগঠনিক: সাগর ( কিমহে )

আর/০৭:১৪/২২ জুলাই

দক্ষিন কোরিয়া

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে