Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, মঙ্গলবার, ২০ আগস্ট, ২০১৯ , ৪ ভাদ্র ১৪২৬

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৭-২০-২০১৭

হুমায়ূন আহমেদ: লজিক কী বলে?

শোয়েব সর্বনাম


হুমায়ূন আহমেদ: লজিক কী বলে?

শিক্ষক হিসেবে ড. হুমায়ূন আহমেদ ছিলেন একজন লজিক্যাল লোক। ক্লাসে পড়ানোর আলাপে তার মুদ্রাদোষ ছিল, লজিক কী বলে? প্রায় প্রতিটা আলাপে তিনি এই প্রশ্নটা ব্যবহার করতেন। যে কোনো প্রশ্নের উত্তর লজিকের সহায়তার খুঁইজা নেয়া ছিল তার প্রাকটিস।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে এইরকম এক কেমিস্ট্রির ক্লাসে আইনস্টাইন ও রবীন্দ্রনাথ নিয়া আলাপ উঠলো। আইনস্টাইন আগে নোবেল পাইছেন নাকি রবীন্দ্রনাথ, একজন স্টুডেন্টের এমন একটা প্রশ্ন নিয়া আলোচনা চলতে থাকে।

তখন হাতে হাতে গুগল ছিল না। রবীন্দ্রনাথের নোবেল ১৯১৩ সালে, এই তথ্য সকলেই জানেন। কেমিস্ট্রির ছাত্ররা আরও জানেন যে, থিওরি অব রিলেটিভিটি ১৯০৫ সালে পাবলিশড হইছে। কিন্তু, আইনস্টাইন কত সালে নোবেল পাইলেন এইটা আর ক্লাসে কেউ মনে করতে পারতেছেন না।

হুমায়ূন প্রশ্ন রাখলেন, লজিক কী বলে?

যেহেতু থিওরি অব রিলেটিভিটি রবীন্দ্রনাথের নোবেল পাওয়ার অনেক আগেই পাবলিশ হইছে, ফলে আইনস্টাইন রবীন্দ্রনাথের আগেই নোবেল প্রাইজ অর্জন করছেন বইলা দাবি করলেন হুমায়ূন আহমেদ।

কিন্তু এই লজিক মানতে রাজি ছিলেন না সেই ক্লাসের এক ছাত্র, জহির হাসান। যিনি নব্বই দশকের একজন কবি। তিনি দাবি করলেন, আইনস্টাইনের নোবেল রবীন্দ্রনাথের অনেক পরে। যদিও এই তথ্যের পক্ষে তিনি তেমন কোনো রেফারেন্স হাজির করতে পারেন নাই।

তো, জহির ভাইয়ের অযৌক্তিক দাবির বিপক্ষে প্রচণ্ড রিঅ্যাক্ট করেন এই কিংবদন্তি কথাসাহিত্যিক। ব্যক্তিগতভাবে, লজিকের বিপক্ষে কোনোকিছুই মানতে পারতেন না তিনি। রাগী স্বভাবের কারণে বিশ্ববিদ্যালয়ে তিনি বিখ্যাত ছিলেন।

এই লজিক মানতে না পারা হুমায়ূন আহমেদ সৃস্টি করেন বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় অযৌক্তিক চরিত্র হিমু। ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর তিনি খুঁইজা বাইর করলেন পৃথিবীর সবচেয়ে নির্ভরযোগ্য ক্যান্সার ট্রিটমেন্টের হাসপাতাল, যেইখানে বিফলতার হার মাত্র এক পার্সেন্ট। রেয়ার। লজিক্যাল হুমায়ূন পত্রিকায় লেইখা দিলেন, তিনি নিশ্চয়ই ওই এক পার্সেন্টের মধ্যে পরবেন না।

কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল, হুমায়ুন আহমেদ আর নিরানব্বইজনের মতো ছিলেন না। পৃথিবীতে হুমায়ূনরা এক পার্সেন্টই জন্মায়। ফলে, সার্জারি সফল হওয়ার পরও ওই হাসপাতালেই ২০১২ সালের ১৯ জুলাই তিনি অত্যন্ত অযৌক্তিকভাবেই মারা যান।

কবি জহির হাসান পরবর্তিতে আবিষ্কার করেন যে, তার তথ্যই ঠিক। আইনস্টাইন ১৯২১ সালে নোবেন পান, রবীন্দ্রনাথেরও অনেক পরে।

হুমায়ূন মারা যাওয়ার আগে কি তথ্যটা জানার চেস্টা করছিলেন? মনে হয় করেন নাই। লজিকে তার অগাধ আস্থা ছিল।

অথচ তারপরও আমরা দেখি, মৃত্যুর অল্পকিছুদিন আগে নুহাশপল্লীতে গিয়া গাছ জড়ায়া ধইরা বইসা আছেন হুমায়ূন আহমেদ। কেননা, হিমু বিশ্বাস করে, গাছ মানুষের শরীর থেকে সকল রোগ নিজ অঙ্গে ধারণ করার মধ্যে দিয়া রোগমুক্তি ঘটায়।

হুমায়ূন কি নিজেকে অযৌক্তিকভাবেই হিমু মনে করতেন? লজিক কী বলে?

লেখক: কবি ও সাংবাদিক

এআর/১৬:২৫/২০ জুলাই

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে