টাঙ্গাইল, নভেম্বর ১৮- টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রার্থীর চেয়ে দ্বিগুণের বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন দলটির বিদ্রোহী প্রার্থী আমানুর রহমান খান রানা।
রোববার রাত ৮টা ২০ মিনিটে বেসরকারি ফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা আলিমুজ্জামান।
তিনি বলেন, “আনারস প্রতীক নিয়ে ৯৭ হাজার ৮০৮ ভোট পেয়ে আমানুর রহমান খান রানা জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী শহীদুল ইসলাম লেবু পেয়েছেন ৪৪ হাজার ৫৩১ ভোট।”
এ ছাড়া জাতীয় পার্টির প্রার্থী আবু ইউসুফ আবদুল্লাহ তুহিন পেয়েছেন ১১ হাজার ৬৮৪ ভোট।
এর আগে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে ৯৬টি কেন্দ্রে। তবে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল কম।
গত ১৩ সেপ্টেম্বর আওয়ামী লীগ নেতা ডা. মতিউর রহমান মারা যাওয়ার পর ঘাটাইল আসনটি শূন্য হয়।
১১টি ইউনিয়ন, একটি পৌরসভা ও একটি ক্যান্টনমেন্ট বোর্ড নিয়ে গঠিত ঘাটাইল আসনে ভোটার ২ লাখ ৭১ হাজার ৩২৯ জন। এর মধ্যে পুরুষ এক লাখ ৩১ হাজার ৭৮৬ জন ও মহিলা এক লাখ ৩৯ হাজার ৫৪৩ জন।
১৯৭৩-এর নির্বাচনে এ আসনে আওয়ামী লীগের শামসুর রহমান খান শাহজাহান নির্বাচিত হয়েছিলেন, রানা তার ভাস্তে।
এরপর ১৯৭৯-এর নির্বাচনে বিএনপির ডা. শওকত আলী ভূইয়া, ১৯৮৬ সালে আবারো আওয়ামী লীগের শামসুর রহমান খান শাহজাহান, ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ এর নির্বাচনে বিএনপির লুৎফর রহমান খান আজাদ এবং সর্বশেষ ২০০৮-এর নির্বাচনে আওয়ামী লীগের ডা. মতিউর রহমান নির্বাচিত হন।