Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, শনিবার, ২৫ জানুয়ারি, ২০২০ , ১২ মাঘ ১৪২৬

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)


আপডেট : ১০-২৩-২০১২

বলিউড চলচ্চিত্রকার যশ চোপড়া আর নেই


	বলিউড চলচ্চিত্রকার যশ চোপড়া আর নেই

বলিউডের বলিউডের খ্যাতিমান নির্মাতা ও প্রযোজক যশ চোপড়া আর নেই। মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে আজ তিনি মৃত্যুবরণ করেন। প্রখ্যাত এ চলচ্চিত্র নির্মাতার বয়স হয়েছিল ৮০ বছর। সম্প্রতি ডেঙ্গু আক্রান্ত হওয়ার পর যশ চোপড়াকে হাসপাতালে ভর্তি করা হয়। মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালের চিকিৎসকরা জানান, দীর্ঘদিন ধরে ডেঙ্গুতে ভুগছিলেন যশ চোপড়া। কিন্তু তিনি তা পাত্তা দেননি। শেষে বেশ কয়েকটি অঙ্গ অচল হয়ে পড়ায় তার মৃত্যু হয়েছে। যশ চোপড়ার সর্বশেষ (২২তম) পরিচালিত চলচ্চিত্র ‘যাব তাক হ্যায় জান’ আগামী ১৪ই নভেম্বর দিওয়ালিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এতে শাহরুখ খান, ক্যাটরিনা কাইফ ও আনুষ্কা শর্মা অভিনয় করেছেন। গত সেপ্টেম্বরেই চলচ্চিত্র নির্মাণ থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন প্রবীণ এ নির্মাতা। ১৯৩২ সালের ২৭ শে সেপ্টেম্বর অবিভক্ত ভারতের লাহোরে (বর্তমানে পাকিস্তান) জন্মগ্রহণ করেন যশ চোপড়া। এক পাঞ্জাবি পরিবারে। বাবা-মার ৮ সন্তানের মধ্যে তিনি ছিলেন সর্বকনিষ্ঠ। তার মেঝভাই বিআর চোপড়া চলচ্চিত্র সাংবাদিক। তিনি ইঞ্জিনিয়ারিং পড়া অবস্থায় দেশ বিভাগের কারণে পাকিস্তান ছেড়ে ভারতে আসেন। তার স্ত্রী পামেলা চোপরা কিছুদিন আগে মৃত্যুবরণ করেছেন। তাদের দুই সন্তান আদিত্য চোপড়া ও উদয় চোপড়া চলচ্চিত্রাঙ্গনে প্রতিষ্ঠিত। ১৯৭৩ সালে তিনি প্রতিষ্ঠা করেন নিজস্ব প্রোডাকশন কোম্পানি যশ রাজ ফিল্মস। সারাবিশ্বে হিন্দি চলচ্চিত্রের বাণিজ্য যাদের হাতে সম্প্রসারিত হয়েছে তাদের অন্যতম যশ চোপড়া। হিন্দি সিনেমার ইতিহাসে সর্বশ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতাদের একজন তিনি। চলচ্চিত্রে যশ চোপড়ার রয়েছে পাঁচ দশকের উজ্জ্বল ক্যারিয়ার।  ১৯৫৯ সালে মুক্তি পায় তাঁর পরিচালিত প্রথম ছবি ‘ধুল কা ফুল’। পরবর্তী সময়ে ‘ওয়াক্ত’, ‘ইত্তেফাক’, ‘দিওয়ার’, ‘কালা পাথর’, ‘সিলসিলা’, ‘চাঁদনি’, ‘ডর’, ‘দিল তো পাগল হ্যায়’, ‘বির-জারা’ ‘ডর’, কভি কভির মতো দর্শকনন্দিত মোট ২২টি ছবি পরিচালনা করেন তিনি। এছাড়া মোহাব্বাতে, ফানা, চাক দে ইন্ডিয়া, ধুম, ধুম-২ এর মতো অসংখ্য চলচ্চিত্র তার প্রযোজনায় নির্মিত হয়েছে। কাজের স্বীকৃতি হিসেবে দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতেন পদ্মভূষণ খেতাবপ্রাপ্ত এই গুণী নির্মাতা। এ ছাড়া ফ্রান্সের লিজিয়ন অব অনার, পুসান চলচ্চিত্র উৎসব থেকে এশিয়ার সেরা চলচ্চিত্র নির্মাতার পুরস্কার, নানাক্ষেত্রে ১১ বার ফিল্মফেয়ার পুরস্কার, আইফা, দাদা সাহেব ফালকে, কিশোর কুমার পুরস্কারসহ অসংখ্য সম্মাননায় ভূষিত হয়েছেন যশ চোপড়া।

বলিউড

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে