আজকের দিনটি কেমন যাবে
- কেমন যাবে ২০২৩
- রাশি বুঝে সঙ্গী বাছাই
- কোন রাশির মেয়েরা কেমন
- কোন পেশায় কোন রাশি
- কোন রাশি কতটুকু যৌন আবেদনময়
- কোন রাশির ছেলেরা কেমন
- জন্ম তারিখ অনুযায়ী আপনার ব্যক্তিত্ব
- ভালবাসায় কে কেমন?
- বিখ্যাত ব্যক্তিরা কে কোন রাশির
- কেমন মানুষ আপনি?
- কোন রাশির মানুষ কেমন মা-বাবা
- রাশিভিত্তিক প্রেম ও দাম্পত্য সম্পর্ক
জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে?
মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল)
অশান্তি থেকে সাবধান থাকুন। পেটের কষ্ট বৃদ্ধি পেতে পারে। বুদ্ধির ভুলের জন্য ক্ষতি হতে পারে। ব্যবসায় মহাজনের সঙ্গে বিবাদবাধতে পারে। শরীর নিয়ে কষ্ট হতে পারে। বুদ্ধির জোরে শত্রুজয়।ভাই-বোনে সম্পত্তির ব্যাপারে বিবাদ হতে পারে। সম্মান নিয়ে টানাটানিরআশঙ্কা। প্রেমের সম্পর্কে উন্নতি হতে পারে। বাড়িতে অতিথি আসতেপারে। বাবা-মায়ের সঙ্গে তর্ক বাধতে পারে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ২
বৃষ (২১ এপ্রিল – ২১ মে)
আর্থিক সাহায্য পেতে পারেন। সম্মান নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। সারা দিন একটি কাজে বার বার ব্যস্ত হতে হবে। চাকরির শুভ যোগাযোগ হতে পারে। ভ্রমণে বাধা আসতে পারে। প্রিয়জনের জন্যমনখারাপ থাকবে। খেলাধুলার ক্ষেত্রে শুভ পরিবর্তন আসতে চলেছে।পেটের সমস্যা নিয়ে দুশ্চিন্ত। খরচ বাড়তে পারে। পড়াশোনার ভালসুবিধা হতে পারে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৩
মিথুন (২২ মে – ২১ জুন)
সকালের দিকে মা-বাবার সঙ্গে সামান্য কারণে তর্ক বাধতেপারে। ব্যবসায় বাড়তি যোগাযোগ আসতে পারে। দুপুরের পরে কিছুপাওনা আদায় হতে পারে। সম্পত্তির ব্যাপারে চাপ বৃদ্ধি পেতে পারে।বন্ধুর উপকারের জন্য খরচ বৃদ্ধিপে পারে। চাকরির স্থানে জটিলতাবাড়তে পারে। ঋণ গ্রহণের জন্য বিশেষ আলোচনা হতে পারে। মাথারযন্ত্রণা বৃদ্ধি পাবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ২
কর্কট (২২ জুন – ২২ জুলাই)
সকালের দিকে অযথা ব্যয় হতে পারে। এক কাজে বার বারচেষ্টা করা বৃথা হবে। শরীরের কোনও কষ্ট অবহেলা করবেন না।আইনি কাজের ভাল সুযোগ আসতে পারে। বিলাসিতার জন্য খরচবাড়তে পারে। বাড়িতে বিবাদের জন্য মানসিক কষ্টভোগ। ব্যবসায় মনেএকটু শান্তি পাবেন। বিবাহ সংক্রান্ত ব্যাপারে যোগাযোগ হতে পারে।চিকিৎসার জন্য খরচ বাড়তে পারে।
শুভ রং: বাদামি
শুভ সংখ্যা: ২
সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট)
অনিষ্ট থেকে সাবধান থাকুন। কোনও আত্মীয়ের সঙ্গে বিবাদহতে পারে। দাম্পত্য জীবনে সুখের খবর আসতে পারে। দুপুরের পরেআর্থিক ব্যাপারে সুবিধা পাবেন। সকালের দিকে খরচ বাড়তে পারে।শিক্ষকদের জন্য শুভ সময় আসতে চলেছে। প্রেমের ব্যাপারে চাপ আসতেপারে। প্রতিবেশীর সঙ্গে বিবাদে যাবেন না। পড়াশোনার জন্য ভালসুযোগ আসতে পারে।
শুভ রং: আকাশি
শুভ সংখ্যা: ৩
কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
সঙ্গীতশিল্পীদের জন্য সুযোগ আসতে পারে। নতুন বন্ধুর কারণেআনন্দ লাভ। স্বামীর কাজের জন্য শান্তি পেতে পারেন। আর্থিক চাপথাকবে। কোনও বন্ধুর জন্য বাড়িতে বিবাদ বাধতে পারে। নেশা থেকেএকটু দূরে থাকুন। ব্যবসায় ভাল কিছু ঘটতে পারে। চাকরির স্থানেউন্নতির যোগাযোগ। খরচ বাড়তে পারে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ২
তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
কোনও শুভ কাজে হাত দিতে হতে পারে। উপার্জনের ভাগ্যভাল থাকবে। সাংসারিক শান্তি বজায় রাখার চেষ্টা করুন। অযথাকোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সন্তানদের নিয়ে চিন্তা বৃদ্ধিপাবে। কর্মস্থানে নিজেকে খুব অসহায় মনে হতে পারে। পরিবারে কারওকাছ থেকে কিছু উপহার পেতে পারেন। আপনার থেকে ছোট কারওসঙ্গে তর্ক বাধতে পারে। মনের মতো মানুষের দেখা পাবেন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৩
বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
কর্মস্থানে ক্ষোভ বাড়তে পারে। আর্থিক টানাপড়েনের জন্যসংসারে অশান্তি হতে পারে। মা-বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে।কষ্টকর কোনও কাজ কপালে জুটতে পারে। বাকসংযমী হতে পারলে সংসারে শান্তি বজায় থাকবে। সন্তানের চঞ্চলতা বৃদ্ধি পাবে। বাড়ির কাছেভ্রমণ হতে পারে। তবে জলপথে বিপদ আসার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়বেশি কথা বিবাদ ডেকে আনতে পারে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ২
ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
সারা দিন ব্যবসায়িক উদ্বেগ খুব বেশি থাকবে এবং তাতে সফলহতে পারবেন না। নিজের অভিজ্ঞত বেশি না দেখানোই মঙ্গলজনক। পড়াশোনার দিক থেকে দিনটি উপযুক্ত। আজ কোনও কাজই ভাললাগবে না। পুরনো পাওনা আদায়ে বেগ পেতে হবে। ব্যবসার ব্যাপারেক্ষোভ বাড়তে পারে। স্ত্রীর শরীর নিয়ে চিকিৎসকের সঙ্গে আলোচনা।কোমরে যন্ত্রণা বৃদ্ধি।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ৫
মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
আপনার প্রতিভার জন্য আপনি জনপ্রিয়তা পেতে পারেন।বন্ধুকে অতিরিক্ত বিশ্বাস করায় ব্যবসায় ক্ষতি হতে পারে। সামান্য অশান্তি আদালত পর্যন্ত গড়াতে পারে। চলাফেরায় বাড়তি সতর্কতাপ্রয়োজন। কোনও দুর্ঘটনার সাক্ষ্য আপনাকে দিতে হতে পারে। প্রভাবশালীকারও কাছ থেকে উপকার পেতে পারেন। অতিরিক্ত ক্রোধ মর্যাদাহানিরকারণ হতে পারে। রক্তচাপ নিয়ে কষ্টভোগ। সম্পত্তির ব্যাপারে ভ্রাতৃবিবাদহতে পারে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৫
কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
ব্যয় বৃদ্ধির যোগ। শত্রুরা চক্রান্তে জিততে পারবে না। সন্তানেরভবিষ্যৎ নিয়ে কোনও উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে আলোচনা। কর্মচারীর জন্যব্যবসা বাড়ানোর সুযোগ আসতে পারে। অতিরিক্ত হঠকারিতার জন্যশরীরে টআঘাত লাগতে পারে। পারিবারিক সম্পত্তি নিয়ে অশান্তি সৃষ্টিহতে পারে। বাড়তি খরচ হতে পারে। মাথার যন্ত্রণা বাড়তে পারে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১
মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
ব্যবসায় লাভের আশা রাখলে উপদেষ্টাদের কথা মেনে চলতেহবে। অন্য দিনের তুলনায় পরিশ্রম বেশি হতে পারে। যুক্তিপূর্ণ আলোচনায় সম্মানপ্রাপ্তি। কর্মস্থানে কারও কাছে অপমানিত হতে হবে।কোনও আত্মীয়ের কাছ থেকে আপনি ভাল সাহায্য পাবেন। অর্থঅপচয়ের জন্য সংসারে বিবাদ ঘটতে পারে। সন্তানদের সঙ্গে বিশেষআলোচনা থাকলে সেরে ফেলুন। বন্ধুর থেকে সাহায্য পাবেন না।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৩