২০২২ কেমন যাবে
- কেমন যাবে ২০২২
- রাশি বুঝে সঙ্গী বাছাই
- কোন রাশির মেয়েরা কেমন
- কোন পেশায় কোন রাশি
- কোন রাশি কতটুকু যৌন আবেদনময়
- কোন রাশির ছেলেরা কেমন
- জন্ম তারিখ অনুযায়ী আপনার ব্যক্তিত্ব
- ভালবাসায় কে কেমন?
- বিখ্যাত ব্যক্তিরা কে কোন রাশির
- কেমন মানুষ আপনি?
- কোন রাশির মানুষ কেমন মা-বাবা
- রাশিভিত্তিক প্রেম ও দাম্পত্য সম্পর্ক
কেমন যাবে ২০২২ সাল
শুভ নববর্ষ। নতুন বছর কেমন যাবে এ নিয়ে সবার মাঝেই আছে কমবেশি আগ্রহ। জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক ২০২২ সাল আপনার কেমন যাবে?
মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল)
শুভ রং: লাল, সোনালি, বেগুনি টোটকা: শুভ দিন : মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার
মেষ রাশির জাতক কেমন যাবে ২০২২ সাল নতুন বছরে আপনার কেরিয়ার আপনার অর্থ ভাগ্য নতুন বছরে প্রেম ও বিয়ে |

শুভ রং: সাদা, আকাশি, গোলাপি
শুভ সংখ্যা: ৬
পাথর: হীরা, পান্না
টোটকা: শুভ দিন : শুক্র, শনি ও বুধবার
শুভ ধাতু : প্লাটিনাম, স্বর্ণ
শুভ সঙ্গী/সঙ্গিনী : মকর, কন্যা, কর্কট।
বৃষ রাশির জাতক
বৃষ রাশির জাতকদের চোখের দৃষ্টি প্রশান্ত, নির্মল ও স্থির হয়। বৃষরা বিপরীত লিঙ্গের প্রতি দারুণভাবে আকৃষ্ট হয়। তারা সময়ের মতোই ধৈর্যশীল আর বনানীর মতোই গভীর এবং নির্ভর করার মতো শক্তিমান, যে শক্তি দিয়ে সে পর্বতও সরিয়ে দিতে পারে। কিন্তু সে জেদি। বৃষের কাছ থেকে অর্থ-সম্পদ খুব কমই আলাদা হতে দেখা যায়। কষ্টজনক হলেও সত্য যে, বৃষরা তাদের টাকা-পয়সার সঙ্গে ক্ষমতার প্রতিও বেশ আগ্রহী। এটি প্রয়োগের জন্য যতটা নয়, তারচেয়েও বেশি তার মনের স্বস্তির জন্য। টাকা-পয়সার পাশাপাশি তার যে ক্ষমতাও রয়েছে, তা যখন সে বুঝতে পারে শুধু তখনই সে নিরাপদ বোধ করে। বৃষ রাশির জাতক ও জাতিকারা বেশ স্বাস্থ্যবান আর শক্ত শারীরিক কাঠামোর অধিকারী হয়। তাদের অসুস্থ হয়ে বিছানায় পড়তে হলে যথেষ্ট কারণ থাকতে হবে। কিন্তু একবার বৃষ যদি বিছানায় পড়ে তো সেরে উঠতেও তার প্রচুর সময় লাগে। ঠাণ্ডা প্রায়শই তার গলা ফোলার কারণ হয়ে দাঁড়ায়, আর খাবারের প্রতি তার অতি আগ্রহ ও ভালোবাসা ওজনটাও বাড়িয়ে দেয়। খাবারের প্রতি তীব্র আগ্রহের ব্যাপারে বৃষকে পেটুক বলে আখ্যা দেওয়ার কোনো মানে নেই। বৃষ মনে করে যে, সে মোটেও জেদি নয়, সে হলো ধৈর্যশীল। বৃষ নিজের অবস্থান ও মতামতের ক্ষেত্রে আঠার মতো লেগে থাকে। এমনকি পরিণত চিন্তাবুদ্ধি ও ধৈর্যশীলতার চমত্কার স্বাক্ষরও রাখতে সক্ষম। হিংসা বৃষের সবচেয়ে বড় দোষ। তারা নিজেরা সৃষ্টি করতে পারে, নিজেরা ভাঙতে পারে, নিজেরা বিশ্লেষণ করতে পারে। তাই তারা মেনে নিতে চায় না অন্যরাও বড় কিছু করুক। তারা চায় সবাই তাদের উপর নির্ভরশীল হোক। একগুঁয়েমি মনোভাব ষাঁড়ের একটা বড় বৈশিষ্ট্য, বৃষেরও। নিজের সাফল্যগুলো তাকে ভীষণভাবে অহংকারী করে তোলে এবং সে চায় তার উন্নয়ন যেন কেবল তার হাতে হয়।
কেমন যাবে ২০২২ সাল
সুখ শান্তির পূজারি, প্রেম রোমান্স প্রিয়, ব্যক্তিত্বসম্পন্ন অধ্যবসায়ী ও দৃঢ় মনোবলের অধিকারী। ২০২২ সালটি বৃষ রাশির জাতব্যক্তিদের জন্য ভাগ্যলক্ষ্মীর কৃপা বর্ষিত হবে। নিত্য-নতুন প্লান-প্রোগ্রাম আর স্বপ্নসাধ পূরণের পথ প্রশাস্ত হবে। গৃহবাড়ি ভূমি সম্পত্তি ও যানবাহন লাভের প্রচেষ্টা বাস্তবায়িত হবে। বেকার যুবক-যুবতীদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণ হবে। বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হলেও দাম্পত্য সুখ-শান্তি প্রতিষ্ঠা বজায় রাখা কঠিন হবে। সন্তানদের অধ্যয়ন ও স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা বাড়তে পারে। শিক্ষার্থীদের কঠোর শ্রম মেধা ও অধ্যবসায়ের বলে ফসল ঘরে তুলতে হবে। ভাইবোনদের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে।
অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া ঠিক হবে না। শত্রু ও বিরোধী পক্ষ স্বজনদের সঙ্গে হাত মেলাতে পারে। দীর্ঘদিনের ভাঙা বন্ধুত্ব জোড়া লাগবে। মন সুর সংগীত ও ধর্মের প্রতি আকৃষ্ট থাকবে। সব ধরনের নেতিবাচক চিন্তা-চেতনা থেকে দূরে থাকুন। রাগ জেদ অহংকার আবেগ যথাসম্ভব বর্জন করার চেষ্টা করুন। না বুঝে চুক্তি সম্পাদনে সতর্ক থাকতে হবে। সব প্রতিকূলতা কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন।
নতুন বছরে আপনার কেরিয়ার
বৃষ রাশির জাতক জাতিকারা এই বছর কেরিয়ারে প্রভূত উন্নতি দেখতে পাবেন। যারফলে আর্থিক উত্থান কেউ রুখতে পারবেনা। তবে বছরভর প্রচুর কাজের চাপ ও ব্যস্ততা আপনাদের আটকে রাখবে। আসতে পারে কাজের নতুন সুযোগও।
আপনার অর্থ ভাগ্য
২০২২ সালে খরচের বিষয়ে ভেবেচিন্তে খবরচ করুন। বছরের প্রথমের দিকে একাধিক বিষয় খারাপ সময় নিয়ে আসতে পারে আর্থিক ভাগ্যে। বছরের মাঝামাঝি সময়ে নেওয়া যেকোনও অর্থ বিষয়ক সিদ্ধান্ত কার্যকরী হতে পারে।
নতুন বছরে প্রেম ও বিয়ে
২০২২ সালে নিজের প্রেম নিয়ে নতুন ধরনের একটি কাহিনি লিখতে চলেছেন আপনারা। বৃষ রাশির জাতক জাতিকারা যাঁরা ২০১৯ সাল পর্যন্ত অবিবাহিত রয়েছেন তাঁরা আগামী বছর বিয়ে করবেন বলে গণনায় উঠে এসেছে। অনেকেই ২০২২ সালে পেয়ে যেতে পারেন নতুন সঙ্গী।

শুভ রং: সবুজ, সোনালি, রুপালি
শুভ সংখ্যা: ৫
পাথর: পান্না, পোখরাজ
টোটকা: শুভ দিন : বুধ, শুক্র ও শনিবার
শুভ ধাতু : সোনা
শুভ সঙ্গী/সঙ্গিনী : কুম্ভ, তুলা, সিংহ।
মিথুন রাশির জাতক
মিথুন পুরুষ বা নারীকে বেশির ভাগ সময় রক্ষণশীল হিসেবে দেখা যায়। মিথুনেরা সাধারণত অন্যদের তুলনায় আকর্ষণীয়ভাবে চিকন, লম্বা, প্রাণশক্তিপূর্ণ হয়; যদি না তাদের উপর গ্রহ-নক্ষত্রের নেতিবাচক প্রভাব থাকে। লেখালেখির সঙ্গে মিথুনের একটা অদ্ভুত যোগাযোগ রয়েছে। এই রাশি নিজেই লেখালেখির ক্ষমতাকে নিয়ন্ত্রণ করে। তাই প্রায় সব মিথুনই যেকোনো একটা বুদ্ধিদীপ্ত মন্তব্য করে বুদ্ধিমত্তার সঙ্গে আরও কিছু শব্দ সহজেই জুড়ে দিতে পারে। প্রচুর সংখ্যক মিথুন আছেন; যারা বিজ্ঞাপনচিত্র, ভাষণ, প্রামাণ্য চিত্র, নাটক, বই ইত্যাদি লেখালেখির সঙ্গে জড়িত। কিন্তু বইগুলো হবে উপন্যাস, পাঠ্যবই, বাস্তবভিত্তিক কাহিনি কিংবা জীবনবৃত্তান্ত। মিথুনেরা সন্দেহবাতিক একটু বেশি, যা অনেক সময় ভারি ঝামেলার সৃষ্টি করে। তারা ভাবগম্ভীর এবং অনেক সময় তীব্র বদমেজাজি হয়। তারা অনেকটা খেয়ালি মনোভাবের। মিথুনদেরকে কোনো মানসিক ক্ষিপ্রতার চ্যালেঞ্জ করাটা সম্পূর্ণ বৃথা, কেননা তারা কথা দিয়ে নিজেদেরকে খুব ভালোই প্রমাণ করতে পারে, আর খুব সহজেই তা করতে পারে। তারা নিজের পায়ে দাঁড়ানো অবস্থায় কিংবা অন্য যেকোনো অবস্থায়ই খুব তীক্ষভাবে বিদ্রূপাত্মক হতে পারে, আর তারা চালাকিতে প্রায় সবাইকেই ছাড়িয়ে যাওয়ার সামর্থ্য রাখে। কিছু কিছু মিথুন জাতক-জাতিকা অন্য যারা ধীর-স্থিরভাবে চিন্তা করে অভ্যস্ত তাদেরকে নিজেদের ক্ষীপ্র মানসিক ক্ষমতার দ্বারা বোকা বানিয়ে কিংবা চিন্তামগ্ন করে তুলে একধরনের দুষ্টু প্রকৃতির আনন্দ উপভোগ করে থাকে। মিথুনদের সবচেয়ে আলোচিত বিষয় হলো দ্বৈততা। তারা দুটো কাজ একসঙ্গে খুব সহজেই করতে পারে। প্রত্যেক মিথুনের মধ্যেই নিজেদের ভেতরের আসল লক্ষ্য আর উদ্দেশ্যকে চেপে রাখার একটা দৃঢ় সংকল্প থাকে।
কেমন যাবে ২০২২ সাল
বুদ্ধিমান, কৌশলী, অধ্যবসায়ী, গবেষক, আত্মবিশ্বাসী ও পুরুষ রাশি। মিথুন রাশির জাত ব্যক্তিদের ২০২২ সালটিতে শ্রম মেধা কৌশল ও অধ্যবসায়ের বলে ফসল ঘরে তুলতে হবে। অবশ্য ভাগ্য আপনারই পক্ষে থাকবে। বেকার যুবক-যুবতীরা কর্ম পেলেও অর্থ ও ভাগ্য উন্নতি আপনার হাতে। নিত্যনতুন ব্যবসা-বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে। বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমী যুগলের প্রেমের স্বীকৃতি ও নিঃসন্তান দম্পতির কোল আলোকিত হতে পারে। শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গ ও অনুচিত কাজবাজের প্রতি আকৃষ্ট হয়ে থাকবে। পিতা-মাতার কাছ থেকে ভরপুর সাহায্য-সহযোগিতা ও আশীর্বাদপ্রাপ্ত হবেন। দীর্ঘদিনের দাম্পত্য ও পারিবারিক কলহ-বিবাদের মীমাংসা হবে। সন্তানরা আজ্ঞাবহ হয়ে থাকবে এমনকি কোনো না কোনো পুরস্কার পাবে। শরীর-স্বাস্থ্যের প্রতি নজর রাখতে হবে। মামলা-মোকদ্দমা ও কোর্ট কেসের রায় পক্ষে আসবে। দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে মিছিল, মিটিং বর্জন করতে হবে। লটারি জুয়া রেস শেয়ার হাউজিং এড়িয়ে চলুন। গৃহবাড়িতে একাধিকবার কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে। ধৈর্য ধরে নিজের কাজে মন দিন। সফলতা ধরা দেবেই। ঋণ ও ধার কর্জ যথাসম্ভব এড়িয়ে চলার আবশ্যকতা রয়েছে।
নতুন বছরে আপনার কেরিয়ার
মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য ২০২২ সাল নতুন নতুন চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে। কোনও মতেই গ্রহের অবস্থান কাজের সুবিধা আগামী বছরে দিতে পারবে না। তবে এত বাধা সত্ত্বেও ২০২২ সালে মিথুন রাশির জাতক জাতিকাদের আটকে রাখা মুশকিলের। মার্চ মাসের ২৩ তারিখের পর থেকে কেরিয়ারে আরও উন্নতি হতে পারে।
আপনার অর্থ ভাগ্য
২০২২ সালে আর্থিক ভাগ্যে বেশ কিছু চ্যালেঞ্জ আসতে পারে। তবে বছরের শুরুতেই অর্থভাগ্য তুঙ্গে থাকতে পারে। তবে গোটা বছরের জন্য় ভেবে চিন্তা করে ব্যয় করুন। নয়তো প্রবল সংকটে পড়তে পারেন।
নতুন বছরে প্রেম ও বিয়ে
মিথুন রাশির জাতক জাতিকারা , ২০২২ সালে প্রেমের ক্ষেত্রে খানিকটা বিপাকে পড়তে পারেন। অনেকেরই এমন মনে হতে পারে, যে হাত থেকে পরিস্থিতি বেরিয়ে যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে মনে হতেই পারে, যে সম্পর্ক যেন সোজা পথে চলছে না। দাম্পত্যে আসতে পারে কলহ।
কর্কট (২২ জুন – ২২ জুলাই)
শুভ রং: সাদা, সোনালি, সবুজ শুভ দিন : সোম, মঙ্গল ও বৃহস্পতিবার
কর্কট রাশির জাতক কেমন যাবে ২০২২ সাল নতুন বছরে আপনার কেরিয়ার আপনার অর্থ ভাগ্য নতুন বছরে প্রেম ও বিয়ে |
![]() শুভ রং: লাল, গোলাপি, সোনালি শুভ সংখ্যা: ১ পাথর: চুনি, রক্তপ্রবাল টোটকা: শুভ দিন : রবি, মঙ্গল ও বৃহস্পতিবার। শুভ ধাতু : তাম্র, স্বর্ণ শুভ সঙ্গী/সঙ্গিনী : ধনু, মেষ, মিথুন।
সিংহ রাশির জাতক কেমন যাবে ২০২২ সাল নতুন বছরে আপনার কেরিয়ার আপনার অর্থ ভাগ্য নতুন বছরে প্রেম ও বিয়ে |
![]() শুভ রং: সবুজ, হালকা নীল শুভ সংখ্যা: ৫ পাথর: পান্না, পিতম্বরী নীলা টোটকা: শুভ দিন : বুধ, শুক্র ও শনি শুভ ধাতু : স্বর্ণ, দস্তা শুভ সঙ্গী/সঙ্গিনী : মকর, বৃষ
কন্যা রাশির জাতক কেমন যাবে ২০২২সাল নতুন বছরে আপনার কেরিয়ার আপনার অর্থ ভাগ্য নতুন বছরে প্রেম ও বিয়ে |
তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
শুভ রং: সাদা, বেগুনি, আকাশি শুভ দিন : শুক্র, মঙ্গল ও বুধবার
তুলা রাশির জাতক কেমন যাবে ২০২২ সাল নতুন বছরে আপনার কেরিয়ার আপনার অর্থ ভাগ্য নতুন বছরে প্রেম ও বিয়ে |
![]() শুভ রং: লাল, গোলাপি, আকাশি শুভ সংখ্যা: ৯ পাথর: রক্তপ্রবাল, ক্যাটস্ আই টোটকা: শুভ দিন : মঙ্গল, বুধ ও রবিবার শুভ ধাতু : তাম্র, ইস্পাত শুভ সঙ্গী/সঙ্গিনী : কর্কট, মীন।
বৃশ্চিক রাশির জাতক কেমন যাবে ২০২২ সাল নতুন বছরে আপনার কেরিয়ার আপনার অর্থ ভাগ্য নতুন বছরে প্রেম ও বিয়ে |
![]() শুভ রং: হলুদ, মেরুন, বেগুনি শুভ সংখ্যা: ৩ পাথর: পোখরাজ, নীলা, শুভ ধাতু-স্বর্ণ টোটকা: শুভ দিন : বৃহস্পতি, শুক্র ও সোমবার শুভ ধাতু : স্বর্ণ শুভ সঙ্গী/সঙ্গিনী : মেষ, সিংহ, ধনু।
ধনু রাশির জাতক কেমন যাবে ২০২২ সাল নতুন বছরে আপনার কেরিয়ার আপনার অর্থ ভাগ্য নতুন বছরে প্রেম ও বিয়ে |
মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
শুভ রং: নীল, কালো, আকাশি শুভ দিন : শনি, মঙ্গল ও শুক্রবার
মকর রাশির জাতক কেমন যাবে ২০২২ সাল নতুন বছরে আপনার কেরিয়ার আপনার অর্থ ভাগ্য নতুন বছরে প্রেম ও বিয়ে |
![]() শুভ রং: ব্লু, সাদা শুভ সংখ্যা: ৮ পাথর: রক্তমুখী নীলা, হীরা টোটকা: শুভ দিন : শনি, সোম ও শুক্রবার শুভ ধাতু : লৌহ, প্লাটিনাম শুভ সঙ্গী/সঙ্গিনী : মিথুন, তুলা।
কুম্ভ রাশির জাতক কেমন যাবে ২০২২ সাল নতুন বছরে আপনার কেরিয়ার আপনার অর্থ ভাগ্য নতুন বছরে প্রেম ও বিয়ে |
![]() শুভ রং: সোনালি, ফিরোজা, গৈরিক শুভ সংখ্যা: ৩ পাথর: পোখরাজ, চুনি টোটকা: শুভ দিন : বৃহস্পতি, শুক্র ও বুধবার শুভ ধাতু : রুপা। শুভ সঙ্গী/সঙ্গিনী : কর্কট, বৃশ্চিক।
মীন রাশির জাতক কেমন যাবে ২০২২ সাল প্রেম যুগলের জন্য বছরটি স্মরণীয় বরণীয় ও রেকর্ড সৃষ্টিকারী বছর হিসেবে গণ্য হবে। ভাইবোন একে অপরের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে ধরবেন। অহেতুক দুশ্চিন্তা বাদ দিন, শত্রুরা পরাস্ত হয়ে পড়বে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন ও স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে। হারানো পিতৃমাতৃ ঋণ সম্পদ-সম্পত্তি ফিরে পাওয়ার পথ খুলবে। শরীর-স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হবে। জীবনসাথী ও জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূরণ হবে। এ বছর একাধিকবার গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে। নতুন বছরে আপনার কেরিয়ার আপনার অর্থ ভাগ্য নতুন বছরে প্রেম ও বিয়ে |