logo

রাষ্ট্রপতির অনুমোদনের অপেক্ষায় বাবুলের পদত্যাগপত্র

রাষ্ট্রপতির অনুমোদনের অপেক্ষায় বাবুলের পদত্যাগপত্র

ঢাকা, ১৯ আগষ্ট- আলোচিত পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের পদত্যাগপত্র অনুমোদনের জন্য আগামী সপ্তাহে রাষ্ট্রপতির কাছে পাঠানো হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খান বলেন, ‘বাবুল আক্তারের পদত্যাগপত্র আগামী সপ্তাহে রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। রাষ্ট্রপতি যে সিদ্ধান্ত দেবেন সেটাই কার্যকর হবে।’

বাবুল আক্তারের কাছ থেকে জোর করে পদত্যাগপত্র নেয়া হয়েছে এমন অভিযোগ হাস্যকর উল্লেখ করে সচিব বলেন, ‘আমি তো জোরটোর দেখি না, কারণ আমার কাছে কাগজ আছে। কাগজে তো জোর করার গন্ধ পাই না। এমনকি জোর করে তার কাছ থেকে পদত্যাগপত্রে সই নেয়া হয়েছে তা কখনও তিনি (বাবুল) বলেননি।

বাবুল আক্তার চাকরি ফিরে পেতে ফের আবেদন করেছেন কিনা- এমন প্রশ্নের জবাবে সিনিয়র সচিব বলেন, ‘না, এমন আবেদন করেননি এবং এর সুযোগও নেই। এ ব্যাপারে প্রাকটিস হচ্ছে- একবার আবেদন করলে তা ফেরত নেয়া যায় না। 

মোজাম্মেল হক খান আরও জানান, বাবুর আক্তার তার পদত্যাগপত্রে বলেছেন, স্ত্রী খুন হওয়ার পর তিনি (বাবুল) মানসিক চাপে আছেন। এ মুহূর্তে চাকরি চালিয়ে যেতে তিনি সক্ষম নন।

এফ/১০:৫০/১৯আগষ্ট