logo

জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি বলিনি : সুবিদ আলী

জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি বলিনি : সুবিদ আলী

ঢাকা, ১৮ আগষ্ট- আওয়ামী লীগের সংসদ সদস্য সুবিদ আলী ভূঁইয়া দাবি করেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে তিনি প্রথম  রাষ্ট্রপতি বলেননি।

আজ বৃহস্পতিবার সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে কুমিল্লা-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এ দাবি করেন। 

গতকাল বুধবার সংসদীয় কমিটির বৈঠকে সুবিদ আলী ভূঁইয়া প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেশের প্রথম রাষ্ট্রপতি বলে মন্তব্য করেছিলেন বলে একাধিক সংসদ সদস্য সংবাদ মাধ্যমকে জানান। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

সুবিদ আলী বলেন, ‘আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, আমি জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি কখনোই বলি নাই। আমার বক্তব্যের কোনো পর্যায়েই এ ধরনের উদ্ধৃতি ছিল না।

গতকালের বৈঠকের আলোচনার বক্তব্য সংসদে রেকর্ডকৃত আছে। আমি যদি জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি বলে থাকি, তা যদি কেউ  প্রমাণ করতে পারেন তাহলে আমি রাজনীতি থেকে অবসর গ্রহণ করব- ইনশা আল্লাহ।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাংসদ বলেন, ‘আমার আর খাইয়া কাজ নাই। এইগুলারে আমি গুরুত্ব দেই না। রাজনীতি করলে লোকে বলবেই, রাজনীতি করতে আস, দেখ।’

আর/১০:১৪/০১৮ আগষ্ট