logo

অলিম্পিক সমাপনীতে থাকছেন পেলে

অলিম্পিক সমাপনীতে থাকছেন পেলে

ব্রাসিলিয়া, ১২ আগষ্ট- বিশ্ব ফুটবলের জীবন্ত কিংবদন্তি ব্রাজিলের পেলে। গত সপ্তাহে ঘরের মাঠে শুরু হওয়া রিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে থাকার কথা ছিল তার। কিন্তু, হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ায় আর থাকতে পারেননি তিনি। তবে তিনি জানিয়েছেন, রিও অলিম্পিকের সমাপনী অনুষ্ঠানে থাকতে চান তিনি।

এ প্রসঙ্গে পেলে তার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে লিখেছেন, ‘ফিজিওথেরাপি চালিয়ে যাচ্ছি। চেষ্টা করবো শেষ দিন মাঠে থাকার। আমি তোমাদের ভালোবাসি।’

পাঁচ আগস্ট আনুষ্ঠানিকভাবে শুরু হয় ক্রীড়াজগতের সবচেয়ে বড় আসর অলিম্পিক। যার সমাপ্তি ঘটবে আগামী ২১ আগস্ট। এবারের অলিম্পিকে জুডো থেকে ব্রাজিলকে প্রথম স্বর্ণ উপহার দিয়েছেন রাফায়েলা সিলভা। তবে সেলেসাওরা এখন তাকিয়ে রয়েছে নেইমারদের দিকে। অলিম্পিকের অধরা সেই স্বর্ণ কি উপহার দিতে পারবেন তারা? সেটা সময়ই বলে দেবে।

তবে, পেলে কৃতজ্ঞতা জানিয়েছেন, যারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অলিম্পিক উৎসবের জন্য শুভ কামনা জানিয়েছেন তাদেরকে। ব্রাজিলকে বিশ্বকাপ এনে দেয়া পেলের সময়ে অলিম্পিকে ফুটবল ছিল না। তাই ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত এই আসরে কখনো তার অংশ নেয়া হয়নি।

এফ/১০:২৫/১২আগষ্ট