logo

মেসির সাক্ষাৎ পাচ্ছে সেই ভক্ত

মেসির সাক্ষাৎ পাচ্ছে সেই ভক্ত

কাবুল, ০১ ফেব্রুয়ারি- ‘ইচ্ছে থাকলে উপায় হয়’ বলে একটি প্রবাদ রয়েছে। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে জন্ম নেয়া মুরতাজা আহমাদির ক্ষেত্রেও এই প্রবাদের শতভাগ প্রমাণিত হলো। প্রিয় তারকা লিওনেল মেসির একটি জার্সি পেতে ধরলো বায়না। কৃষক বাবার তা কিনে দেয়ার সামর্থ্য নেই বলে সেই জার্সি তার গায়ে উঠবে না। এটা ৫ বছরের এই শিশুটির বুঝতে বাকি ছিল না! নাছোড়বান্দা আহমাদি। মেসির জার্সি তার চাই-ই-চাই।

শিশুটির দুঃখটা বুঝলো তার বড় ভাই ১৫ বছর বয়সী হুমায়ুন। পলিথিন দিয়ে আহমাদিকে বানিয়ে দিল ‘মেসি ১০’ লিখিত একটি জার্সি। আর তাতেই বেজায় খুশি আহমাদি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছবি ছড়িয়ে পড়লে তোলপাড় সৃষ্টি হয় ফুটবল দুনিয়ায়।

আলোচিত এই ছবিটি চোখে লেগেছে স্বয়ং লিওনেল মেসিরও। আহমাদির সঙ্গে কিছু একটা করার চিন্তা করছেন মেসি। ভক্তদের আর কী চাওয়া? প্রিয় তারকা সাক্ষাৎ পেলেই তো মহাখুশি। আরো যদি শিশু হয়, তাহলে তো কথাই নেই। মেসির ভাবনাটা জানিয়ে দিলেন তার বাবা হোর্হে মেসি। বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, ‘আফগানিস্তানের শিশুটির জন্য কিছু একটা করতে চায় মেসি।’

এদিকে মেসির সঙ্গে সাক্ষাতের বিষয়টি নিয়ে ভাবছে আফগান ফুটবল ফেডারেশনও। এএফপিকে সংস্থাটির মুখপাত্র সাঈদ আলী কাজেমি বলেন, ‘ আহমাদির সঙ্গে দেখা করতে চান মেসি। তবে কোথায় দেখা হবে সেটা এখনও নির্ধারিত হয়নি। এ ব্যাপারে আফগান ফুটবল ফেডারেশনের সঙ্গে মেসির পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে। আমরা মেসির সঙ্গে আহমাদির সাক্ষাতের ব্যবস্থা করছি। এর জন্য মেসি আফগানিস্তানে আসবেন নাকি আহমাদিকে স্পেনে যেতে হবে, শুধু এই বিষয়টি চূড়ান্ত হয়নি।’