logo

মস্কোতে আগুনে পুড়ে ১২ অভিবাসী শ্রমিক নিহত

মস্কোতে আগুনে পুড়ে ১২ অভিবাসী শ্রমিক নিহত

মস্কো, ০১ ফেব্রুয়ারী- রাশিয়ার রাজধানী মস্কোর পূর্বাঞ্চলে অবস্থিত একটি টেক্সটাইল কারখানায় শনিবার সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২ জন অভিবাসী শ্রমিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছে ৩ শিশু।

মস্কো কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনে ভবনের প্রায় ৩ হাজার বর্গমিটার জায়গা পুড়ে গেছে। আগুন নেভাতে দমকল বাহিনীর সময় লেগেছে ৫ ঘণ্টা। রুশ শিশু অধিকার কমিশনার পাভেল আস্তাখভ বলেছেন, নিহতরা সবাই ছিলেন অভিবাসী শ্রমিক। তারা ঐ ভবনেই বসবাস করতেন এবং কাজ করতেন। নিহত তিন শিশুর মধ্যে একজন ছিল নবজাতক।