logo

জার্মানিতে সিরিয়ান অভিবাসীদের পাশে গুগল

মাহাদী হাসান


জার্মানিতে সিরিয়ান অভিবাসীদের পাশে গুগল

বার্লিন, ৩১ জানুয়ারি- জার্মানিতে আশ্রয়প্রার্থী সিরিয়ান শরণার্থীদের পাশে দাঁড়াল গুগল। অনেক প্রতিষ্ঠান তাদের খাবার ও আশ্রয় দিয়ে সাহায্য করলেও গুগল দিচ্ছে প্রযুক্তিগত সহায়তা। নতুন পরিবেশে নিজেদের যেন খাপ খাওয়াতে পারে এবং শিক্ষায় যেন পিছিয়ে না পড়ে সেজন্য অভিবাসীদের মাঝে ২৫ হাজার ল্যাপটপ ও নোটবুক বিতরণ করবে গুগল।

এজন্য গুগল খরচ করছে ৫ দশমিক ৩ মিলিয়ন মার্কিন ডলার। তাদের মূল উদ্দেশ্য ল্যাপটপের মাধ্যমে যেন নতুন দেশের ভাষা সহ অন্যান্য সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে পারে তারা। সোমবার এক বিবৃতিতে এমনটাই জানালেন গুগল ডট ওআরজি এর পরিচালক জ্যাকুলিন ফুলার।

এর আগেও কয়েকবার শরণার্থীদের পাশে এসে দাঁড়িয়েছে গুগল। ডক্টরস উইথআউট বর্ডারস, ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি এবং সেভ দ্য চিলড্রেন এর মতো সংস্থাগুলোতে প্রায় ৫ দশমিক ৫ মিলিয়ন ডলার সহায়তা করেছিল গুগল।