logo

চিরপ্রতিদ্বন্দ্বী মেসি-রোনালদোর ১০০০ গোল!

চিরপ্রতিদ্বন্দ্বী মেসি-রোনালদোর ১০০০ গোল!

বার্সেলোনা, ৩১ জানুয়ারি- অন্যরকম এক কীর্তি গড়লেন তারা! ১০০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন বর্তমান বিশ্বের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ফুটবলার লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো। জল্পনা-কল্পনা চলছিল ৯৯৯ থেকে মাইলফলকের গোলটি করবেন কে? মেসি নাকী রোনালদো?

অবশেষে লিওনেল মেসিই তা করে দেখালেন। শনিবার অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনার জার্সিতে ১০০০তম গোল করলেন এলএম টেন।

বর্তমানে মেসির গোল ৪৮২। এজন্য তিনি খেলেছেন ৬১২ ম্যাচ। আর রোনালদোর গোলসংখ্যা ৫১৮। সেজন্য সিআর সেভেনকে খেলতে হয়েছে ৬৫০ ম্যাচ।

বার্সেলোনার জার্সিতে মেসির গোলসংখ্যা ৪৩৩। আর বাকী ৪৯ গোল আর্জেন্টিনার হয়ে। অন্যদিকে জাতীয় দলের হয়ে রোনালদোর করা গোলসংখ্যা ৫৫। রিয়াল মাদ্রিদের হয়ে করেছেন ৩৪০ গোল। তার আগে ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে ১১৮ গোল করেছিলেন সিআর সেভেন।

তবে কোথায় থামবেন তারা? প্রতিপক্ষের বিপক্ষে যেভাবে নিয়মিতই গোল করে যাচ্ছেন চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই ফুটবলার। তার সঠিক উত্তর কেবল সময়ই দিতে পারে।