logo

সোনম-বেয়ন্সের গানের ভিডিও প্রকাশ (ভিডিও সংযুক্ত)

সোনম-বেয়ন্সের গানের ভিডিও প্রকাশ (ভিডিও সংযুক্ত)

মুম্বাই, ৩১ জানুয়ারি- বলিউডের তারকা সোনম কাপুর ‘কোল্ড প্লে’ ব্যান্ডের নতুন গানের মিউজিক ভিডিওতে অংশ নিয়েছেন। ‘কোল্ডপ্লে’ ব্যান্ড তাদের নতুন গানের মিউজিক ভিডিওটির থিম হিসেবে ভারতকে বেছে নিয়েছিল দেশটির বর্ণাঢ্য সংস্কৃতির জন্য। মুম্বাইয়ে শুটিং হয়েছে মিউজিক ভিডিওটির। গানটির মিউজিক ভিডিওটি বেয়ন্স ও কোল্ডপ্লে ব্যান্ডের একটি যৌথ উদ্যোগ।

ভিডিওটিতে বেয়ন্সকে একজন ভারতীয় চলচ্চিত্র তারকার ভূমিকায় দেখা গেছে। আর সোনম কাপুর আছেন একটি ‘ক্যামিও’ চরিত্রে। বেয়ন্সের সঙ্গে গান গেয়েছেন ব্যান্ডের লিড সিঙ্গার ক্রিস মার্টিন।

এই মিউজিক ভিডিওতে অংশ নিতে পেরে খুবই আনন্দিত সোনম। তিনি টুইটারে লিখেছেন,, ‘নাতি-নাতনিদের গল্প বলা যাবে আমি ‘কোল্ড প্লে’ ব্যান্ডের একটি মিউজিক ভিডিওতে অংশ নিয়েছিলাম।

চার মিনিট বিশ সেকেন্ডের এই মিউজিক ভিডিওটিতে যা কিছু দেখানো হয়েছে এর সবকিছুই ভারতীয় পটভুমিতে। ভিডিওটিতে ভারতীয় সাজে দেখা গেছে মার্কিন সংগীতশিল্পী ও অভিনেত্রী বেয়ন্স নোলসকে।