logo

সবার উপরে বাংলাদেশের শান্ত

সবার উপরে বাংলাদেশের শান্ত

ঢাকা, ৩১ জানুয়ারি- মাত্র ১৭ রানে দুই উইকেট হারানো বাংলাদেশের হাল ধরেছিলেন নাজমুল হাসান শান্ত। সেই অবস্থা থেকে দলকে শুধু উদ্ধারই করেননি, রেকর্ডও গড়েছেন তিনি। যুব ওয়ানডেতে সর্বোচ্চ রানের মালিক পাকিস্তানের সামি আসলামকে ছাড়িয়ে গেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। ওয়ানডেতে করেছেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিও।

আগে ১৬৯৫ রান নিয়ে যুব ওয়ানডেতে সর্বোচ্চ রানের মালিকানাটা লেখা ছিল সামি আসলামের নামে। স্কটল্যান্ডের বিপক্ষে রোববার মাঠে নামার আগে শান্তর রান ছিল ১৬৩৪। তাই সামি আসলাম থেকে তখনো ৫১ রানে পিছিয়ে ছিলেন তিনি। এবার সেই দূরত্ব শুধু তিনি ঘুচাননি। তাকে ছাড়িয়েও গেছেন।