logo

খাবার বিষয়ে ৮ মজার তথ্য জেনে নিন

 

খাবার বিষয়ে ৮ মজার তথ্য জেনে নিন

 

আপনি কি জানেন, সকালে ঘুম থেকে ওঠার জন্য চা-কফির তুলনায় আপেল বেশি কার্যকর? এ লেখায় থাকছে তেমন কয়েকটি তথ। সম্প্রতি এ ধরনের কয়েকটি তথ্য প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া।

১. আপেল সকালে আপনাকে ক্যাফেইনযুক্ত চা-কফির তুলনায় কার্যকরভাবে ঘুম থেকে ওঠাতে পারে।

২. মধু এমন একটি খাবার যা নষ্ট হয় না।

৩. পেঁয়াজ কাটার সময় চুইং গাম মুখে রাখলে আপনার চোখে পানি আসবে না।

৪. চার শতাধিক ধরনের পনির রয়েছে।

৫. স্ট্রবেরির তুলনায় লেবুতে বেশি চিনি রয়েছে।

৬. ভিনেগারে রাখলে মুক্তা গলে যায়।

৭. বাজারে ২৪০ ধরনের মাছ ও খোলসযুক্ত প্রাণী পাওয়া যায়।

৮. ক্যাপসাইচিত নামে একটি পদার্থ মুখে ঝাল অনুভূতি হওয়ার জন্য প্রধানত দায়ী। এটি দুধের উপাদান ক্যাসেইনে পাওয়া যায়।