logo

সোনাক্ষীকে বিয়ের প্রস্তাব দিলেন প্রাক্তন প্রেমিক

সোনাক্ষীকে বিয়ের প্রস্তাব দিলেন প্রাক্তন প্রেমিক

নয়াদিল্লি, ৩০ জানুয়ারি- বলিউডের অভিনেত্রী সোনাক্ষী সিনহাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন তারই সাবেক প্রেমিক। প্রাক্তন প্রেমিক শুনে এক্তু অবাক হওয়ারই কথা। কারণ বিটাউনে তো কারো সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল না এই তারকার। তবে কে এই প্রেমিক যিনি নাকি বিয়ের প্রস্তাব দিলেন।

এই প্রেমিককে অনেক আগে থেকেই চিনেন সোনাক্ষী। ইদানিং নাকি বেশ মেলামেশাও হচ্ছে এই দুজনের। গতবছর তো অর্জুন কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্ক আছে বলে শোনা গিয়েছিল। কিন্তু এই প্রেমিক অর্জুন নন। সোনাক্ষীর সাবেক প্রেমিক হলেন অভিনেতা সোহেল খানের শ্যালক বান্টি সচদেব। পেশায় সেলিব্রেটি ম্যানেজার। 

বান্টি ডিভোর্সি। ২০১২ সাল থেকেই নাকি সোনাক্ষীর সঙ্গে ডেট করছেন তিনি। আবারো তারা একসঙ্গে হয়েছেন। সম্প্রতি তাদের দুজনকে মুম্বাইয়ের একটি হোটেলে ডিনার করতে দেখা গেছে। 

শোনা গেছে, বান্টি নাকি তার আর সোনাক্ষীর সম্পর্কটি আবার নতুন করে শুরু করতে চান। সোনাক্ষীও এই বিষয়ে নাকি বেশ সিরিয়াস। তবে সোনাক্ষীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোন রকম মন্তব্য পাওয়া যায়নি। তবে সোনাক্ষী ছাড়াও সুস্মিতা সেন ও নেহা ধুপিয়ার সঙ্গেও নাকি এককালে ডেট করতেন বান্টি।