logo

ছবিতে দেখুন ইমরান-পিয়া বিপাশার শুটিং এর কিছু মুহূর্ত

স্নেহাশীষ ঘোষ


ছবিতে দেখুন ইমরান-পিয়া বিপাশার শুটিং এর কিছু মুহূর্ত

ঢাকা, ৩০ জানুয়ারী- গত বছর প্রকাশিত হয় ইমরানের তৃতীয় একক অ্যালবাম ‘বলতে বলতে চলতে চলতে’। সম্প্রতি এই অ্যালবামের ‘ফিরে আসনা’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিওর কাজ শুরু করেছেন ইমরান। এতে তার সঙ্গে মডেল হিসেবে দেখা যাবে পিয়া বিপাশাকে। মিউজিক ভিডিওটি নির্মাণ করছেন চন্দন চৌধুরী। ইতিমধ্যে রাজধানীর কোক স্টুডিওতে ২ দিন গানটির কিছু অংশের শুটিং সম্পন্ন হয়েছে।

এ প্রসঙ্গে ইমরান বলেন, ‘অ্যালবাম প্রকাশের দিনই গানটির একটি প্রমোশনাল মিউজিক ভিডিও প্রকাশ করি। এরপর তা থেকে ব্যাপক সারা পাওয়ায় গানটির অফিসিয়াল মিউজিক ভিডিও নির্মাণের সিদ্ধান্ত নিই। আশাকরছি অফিসিয়াল মিউজিক ভিডিওটি শ্রোতাদের আরও ভালো লাগবে।'

ইমরানের গানের আগে সম্প্রতি হাবিবের সঙ্গে মিউজিক ভিডিওতে জুটি হয়েছিলেন পিয়া বিপাশা। ‘হারিয়ে ফেলা ভালোবাসা’ শিরোনামের সেই গানটি পেয়েছিল ব্যাপক জনপ্রিয়তা। ‘ফিরে আসনা’ গানটির ব্যাপারেও এমনটিই আশা করছেন পিয়া। তিনি বলেন, ‘ইমরান আমার বন্ধু। ও যখন আমাকে গানটিতে মডেল হওয়ার প্রস্তাব দেয় তখন আমি গানটি শুনি। এক কথায় অসাধারণ গানটি। চন্দন দাদাও অনেক যত্ন নিয়ে ভিডিওটি নির্মাণ করছেন। আশা করি গানটির মিউজিক ভিডিও প্রকাশের পর সকলের ভালো লাগবে।'

পাঠকের জন্য ইমরান-পিয়া বিপাশার শুটিং এর কিছু মুহূর্ত এখানে তুলে ধরা হল-


শুটিং এর ফাঁকে ইমরান-পিয়া বিপাশা


ইমরান-পিয়া বিপাশার শুটিং এর সময়ের একটি মুহূর্ত


শুটিং এর মাঝে খোশগল্পে মেতে উঠেছেন ইমরান-পিয়া বিপাশা


গল্পের প্রয়োজনে পিয়া বিপাশার চেহারায় কষ্টের ছাপ


শুটিং এর ফাঁকে সেলফি তুলতে ব্যস্ত ইমরান-পিয়া বিপাশা