logo

ফেসবুকের আয় বাড়াচ্ছে বিজ্ঞাপন

ফেসবুকের আয় বাড়াচ্ছে বিজ্ঞাপন

ওয়াশিংটন, ৩০ জানুয়ারি- সামজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বছরের শুরুতে মোট আয়ের ৮০ শতাংশ এসেছে মোবাইল বিজ্ঞাপন থেকে। যা বছরের মাঝামাঝিতে ৭৮ শতাংশ হতে পারে। আর বছর শেষে এই আয়ের পরিমাণ দাঁড়াতে পারে ৬৯ শতাংশে এমনটাই জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।

মোবাইল ফোনের মাধ্যমে ফেসবুক ব্যবহারকারী বেড়ে যাওয়ায় এই আয় বেড়েছে। ফেসবুক কর্তৃপক্ষ বলছে, বিশ্বে এখন মাধ্যমটির ১৫৮ কোটি সক্রিয় ব্যবহারকারী আছে। যার মধ্যে প্রায় ১৪৩ কোটি ব্যবহারকারী মোবাইল ফোন বিশেষ করে স্মার্টফোন ও ট্যাবলেটে তা ব্যবহার করেন।

বিশাল এই মোবাইল ব্যবহারকারীরা হয়ে উঠেছেন প্রতিষ্ঠানটির আয়ের সবচেয়ে বড় উৎস। যা প্রতিষ্ঠানটিতে বিনিয়োগকারীরাও প্রত্যাশা করেননি।