logo

আমিরকে ‘শয়তান’ বললেন জুহি

আমিরকে ‘শয়তান’ বললেন জুহি

মুম্বাই, ৩০ জানুয়ারি- একসঙ্গে বলিউডে ক্যারিয়ার শুরু করেছিলেন বলিউড তারকা আমির খান এবং জুহি চাওলা। ‘কেয়ামত সে কেয়ামত তাক’ ছবির পর একসঙ্গে কাজ করেছেন প্রায় এক ডজনেরও বেশি ছবিতে। কিন্তু হঠাৎ আমিরকে শয়তান বলে দাবি করলেন জুহি চাওলা!

সম্প্রতি এক সাক্ষাৎকারে জুহি বলেন, আমির খান বাইরে থেকে দেখতে নিষ্পাপ হতে পারেন, কিন্তু, আসলে তিনি নাকি ভীষণ শয়তান। আর এই মন্তব্যকে ঘিরেই জোর জল্পনা শুরু হয়। হঠাৎ এমন কি করলেন আমির, যে তাঁর এতদিনের ভালো বন্ধু জুহি তাঁকে গালমন্দ শুরু করলেন? কারণটা অবশ্য খোলসা করেছেন জুহি।

ঘটনা তেমন কিছু নয়। জুহি জানিয়েছেন, ‘তুম মেরে হো’ নামের একটি ছবিতে আমিরের সঙ্গে তিনি শুটিং করছিলেন। সে সময় আমির তাঁকে ভয় দেখানোর জন্য তাঁর পেছনে সত্যিকারের একটি সাপ ছেড়ে দিয়েছিলেন। আর সেই থেকে জুহির কাছ থেকে শয়তান খেতাব পেয়েছেন।