logo

মদ নিষিদ্ধের প্রতিবাদে মুখ্যমন্ত্রীকে জুতা নিক্ষেপ (ভিডিও সংযুক্ত)

মদ নিষিদ্ধের প্রতিবাদে মুখ্যমন্ত্রীকে জুতা নিক্ষেপ (ভিডিও সংযুক্ত)

নয়াদিল্লি, ২৯ জানুয়ারি- ভারতের বিহার রাজ্যের রাজধানীতে এক জনসভায় মদ বেচাকেনা বন্ধে সরকারের সিদ্ধান্তের কথা জানানোর সময় রাজ্যের মুখ্যমন্ত্রী নিতিশ কুমারকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করেছে সমাবেশে অংশ নেওয়া এক যুবক। যদিও জুতাটি মুখ্যমন্ত্রীর উপরে পড়েনি তবে নিক্ষেপকারী যুবককে আটক করতে পেরেছে পুলিশ। বৃহস্পতিবার পাটনার বখতিয়ারপুরে এক জনসভায় এ ঘটনা ঘটে। 

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয়, রাজ্যের রাজধানী মদ বিক্রি পুরোপুরি বন্ধের কথা যখন বলছিলেন নিতিশ কুমার, ঠিক তখনই সভাস্থলে উপস্থিত জনতার পেছন থেকে ওই যুবক একটি জুতো ছুড়ে মারে। মঞ্চে থাকা নিতিশ কুমারের কিছুটা দূরে গিয়ে পড়ে জুতাটি। সঙ্গে সঙ্গে পুলিশ সদস্যরা ওই যুবককে ধরে টেনে নিয়ে যায়। ঘটনার ভিডিওচিত্রে এসব দেখা গেছে।

জনতা দল নেতা নীতিশ গত বছর রাজ্যের নির্বাচনের সময় মদ বিক্রি বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সম্প্রতি  রাজ্য সরকার জানিয়েছে, আগামী এপ্রিল থেকে ধাপে ধাপে মদ বিক্রির উপর নিষেধাজ্ঞা কার্যকর হবে। মদের দোকানগুলোর কর্মীদের চাকরি হারানোর ভয় দূর করতে এগুলোকে দুধের দোকানে রূপান্তরিত করার পরিকল্পনাও নিয়েছে নিতিশ কুমারের সরকার।

ভিডিও সৌজন্যে এবিপি নিউজ: