logo

প্রেম করতে চাইছেন ক্যাটরিনা

আসিফ রহমান খান


প্রেম করতে চাইছেন ক্যাটরিনা

বলিউডের আলোচিত জুটি রণবীর কাপুর আর ক্যাটরিনা কাইফ। তাদের প্রেমের সম্পর্ক নিয়ে হয়েছে বেশ জল্পনা। তবে সম্প্রতি বিটাউন জেনে গেছে তাদের মধ্যে সত্যিই আগের মতো সম্পর্ক নেই। বলতে গেলে সম্পর্কের ইতি টেনেছেন তারা। তবে এক প্রেমের ধাক্কা খেতে না খেতেই আবারো প্রেম করতে চাইছেন ক্যাটরিনা।এই কথা জানিয়েছেন খোদ ক্যাট।তবে এবার রিয়েল লাইফে নয়, অন্সক্রিনেই প্রেম করতে চান তিনি।

ক্যাটরিনা জানিয়েছেন, লাভস্টোরি খুব প্রিয় তার। লাভস্টোরি ছবির সঙ্গে নিজেকে একাত্ম করতে পারেন। তাই প্রেমকাহিনিতেই অভিনয় করতে চান তিনি। তাছাড়া তিনি মনে করেন ছবি বানানোর জন্য লাভস্টোরি পারফেক্ট। তার মধ্যে সংঘাত, দুঃখ অনেক কিছুই থাকতে পারে।

আগামী ১২ ফেব্রুয়ারি বের হচ্ছে তার ‘ফিতুর’ ছবি। ছবিটি লাভস্টোরি। তাই ছবি নিয়ে বেশ আশাবাদী ক্যাট।