logo

ত্রিশের ঘরে শ্রুতির পা 

ত্রিশের ঘরে শ্রুতির পা 

নয়াদিল্লি, ২৮ জানুয়ারি- শুধু অভিনেত্রী হিসেবেই নয়, বরং শিল্পী হিসেবেও ভারতীয় মিডিয়ায় সমান পরিচিতি আবেদনময়ী অভিনেত্রী শ্রুতি হাসানের। আর এই অভিনেত্রী আজ ২৮ জানুয়ারি পা রাখলেন ত্রিশ বছরে। শ্রুতি হাসান বলিউডের বিখ্যাত নির্মাতা ও অভিনেতা কমল হাসানের বড় মেয়ে এবং ভারতীয় সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী!

মাত্র ছয় বছর বয়সে তার বাবা প্রখ্যাত অভিনেতা ও নির্মাতা কমল হাসানের ছবি ‘তেভার মগন’-এ অভিনয় করেন। যে ছবিটির মিউজিক করে সাড়া ফেলে দিয়েছিলেন বিখ্যাত সঙ্গীতজ্ঞ ইলিয়ারাজা। এছাড়া শ্রুতি গানেও বেশ পটু। বাবা কমল হাসানের সাথে ‘চাচি ৪২০’ ছবিতে গান গেয়ে কণ্ঠশিল্পী হিসেবেও অভিষেক হয় তার। 

দক্ষিণী সিনেমায় আগে থেকেই নিজের স্থান পাকপোক্ত করে রাখেন। তার অভিনীত ব্যবসাসফল ছবির সংখ্যাও কম নয় সেখানে। তেলেগু সিনেমা ইন্ডাস্ট্রিতে আনাগানাগা ও ধিরুধু এবং ওহ মাই ফ্রেন্ড ছবিতে অভিনয় করে ব্যাপক সাড়া ফেলে দেন তিনি। এরপর তামিল সিনেমায় ‘৭এম আরিভু’ নামের ছবি দিয়ে সুপারস্টার অভিনেত্রী হিসেবে আসিন হন। যদিও বলিউড অঙ্গনে শ্রুতি পা রাখেন ২০০৯ সালে।  ‘লাক’ নামের একটি ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার।