logo

প্লে স্টোর নয়, ক্রোমেই অ্যাপস ডাউনলোড

প্লে স্টোর নয়, ক্রোমেই অ্যাপস ডাউনলোড

অ্যানড্রয়েড অ্যাপস ডাউনলোডের জন্য এখন থেকে আর গুগল প্লে স্টোরে যেতে হবে না। এবার সরাসরি গুগল ক্রোম ব্রাউজার থেকেই প্রয়োজনীয় অ্যাপস-এর নাম লিখে সার্চ করলেই ইনস্টলের অপশন আসবে। সেখান থেকে সরাসরি ডাউনলোড করে নেওয়া যাবে ওই অ্যাপস।

সূত্রের খবর, অ্যানড্রয়েড ছাড়াও অন্য ইউজার্সদের জন্যও এই সুবিধা চালু করবে গুগল। ক্রোম ও সাফারি ব্রাউজারে এই সুবিধা মিলবে।

সাধারণত অ্যানড্রয়েড ফোন ব্যবহারকারীদের কোনও অ্যাপস ডাউনলোড করতে গেলে গুগল প্লে স্টোরে গিয়ে সেখান থেকে ইনস্টল করতে হয়। এ বার সেই ঝামেলা আর থাকছে না। যদিও গুগল এ বিষয়ে এখনও কিছু বলেনি।