logo

বরফে ঢেকেছে দার্জিলিং, সিকিম

বরফে ঢেকেছে দার্জিলিং, সিকিম

কলকাতা, ২৮ জানুয়ারী- কলকাতার আকাশে মেঘ। আচমক ভ্যাপসা গরম। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, কলকাতায় এই অবস্থা চলবে। কিন্তু দার্জিলিং এবং সিকিমে বরফ পড়ছে।

সিকিম এবং দার্জিলিং-এ তুষারপাত চলছে। ভিড় বাড়ছে পর্যটকদের। দার্জিলিং-এর আকাশ পরিষ্কার। সিকিমেও তা-ই।

জানা গিয়েছে, এই তুষারপাত আরও কয়েকদিন  চলবে। এখনও পর্যন্ত দার্জিল‌িং বা সিকিমের কোনও রাস্তা আটকে যায়নি। ফলে, পর্যটকদেরও কোনও সমস্যার মুখে পড়তে হয়নি।

তবে কলকাতায় শীত কমেছে। আলিপুর আবহাওয়া দফর সূত্রে জানানো হয়েছে, আকাশে মেঘ থাকায় এই  অবস্থা। তবে মেঘ কাটলে ফের ঠান্ডা পড়বে।