logo

‘৮০ হাজার অভিবাসীকে বহিষ্কার করবে সুইডেন’

‘৮০ হাজার অভিবাসীকে বহিষ্কার করবে সুইডেন’

স্টকহোম, ২৮ জানুয়ারি- ৮০ হাজারেরও বেশি অভিবাসন প্রত্যাশীকে সুইডেন থেকে বহিষ্কার করা হতে পারে। তাদের আশ্রয় চেয়ে করা আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর বরাতে বিবিসি এই তথ্য জানিয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী অ্যান্ডার্স ইজম্যান জানিয়েছেন, ভাড়া করা বিমানে অভিবাসীদের বাইরে পাঠিয়ে দেয়া হতে পারে। এজন্য কয়েকবছর সময় লাগবে।

সুইডিশ গণমাধ্যমকে তিনি বলেন, “আমার ৬০ হাজার মানুষ সম্পর্কে কথা বলছি। সংখ্যাটি ৮০হাজারও ছাড়িয়ে যেতে পারে।”

২০১৫ সালে সুইডেনে প্রায় ১ লাখ ৬৩ হাজার অভিবাসী আশ্রয়ের জন্য আবেদন করেন। ইউরোপে একক রাষ্ট্র হিসাবে এই সংখ্যাই সর্বোচ্চ। 

এই বিপুল সংখ্যক আবেদনের বিপরীতে গেল বছর ৫৮ হাজার ৮শ’ আবেদন যাচাই-বাছাই করা হয়েছে। তারমধ্যে ৫৫ ভাগ গ্রহণ করা হয়েছে।
অভিবাসন কর্মকর্তারা জানিয়েছেন, ২০১৫ সালে সুইডেনে ৩৫ হাজার ৪শ’ অপ্রাপ্ত বয়স্ক মানুষ অভিবাসনের আবেদন করেছে যাদের সঙ্গে কেউ ছিল না। ২০১৪ সালের তুলনায় এই সংখ্যা পাঁচগুণ বেশি।

তবে পরবর্তী সময়ে ইজম্যান ট্যুইটারে জানিয়েছেন, কত সংখ্যক অভিবাসীর আশ্রয় পাওয়ার যথাযথ ভিত্তি ছিল এ ব্যাপারে তিনি নিজে কোনো অবস্থান নিচ্ছেন না। এটা কর্তৃপক্ষ এবং আদালতের বিষয়।

অভিবাসীর স্রোত নিয়ন্ত্রণ করতে সম্প্রতি সুইডেন অস্থায়ীভাবে সীমান্ত তল্লাশি শুরু করেছে। জার্মানিসহ স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোই অভিবাসীসহ ইউরোপে অবৈধভাবে প্রবেশ করা অন্যান্যদের কাছে সবচে কাঙ্ক্ষিত গন্তব্য।