logo

ইরাকে গাড়ি বোমা হামলায় নিহত ৫৫

ইরাকে গাড়ি বোমা হামলায় নিহত ৫৫

বাগদাদ, ২৭ জানুয়ারি- ইরাকের পশ্চিমাঞ্চলে রামাদি শহরের কাছে পৃথক গাড়ি বোমা হামলায় কমপক্ষে ৫৫ জন ইরাকি সৈন্য ও সরকার সমর্থিত উপজাতি যোদ্ধা নিহত হয়েছে। পুলিশের ঘাঁটি লক্ষ্য করে আইএস ওই দুটি আত্মঘাতী চালায় খবরে বলা হয়েছে। হামলা দুটি মঙ্গলবার সকাল এবং বিকালে করা হয় বলে ইরাকি পুলিশ জানিয়েছে।

প্রথম হামলাটি চালানো হয় মঙ্গলবার সকালে, আইএস বাহিনীর অনেকগুলো বোমা সম্বলিত গাড়ি রামাদির উত্তরের ১০ম পুলিশ ব্যাটেলিয়নের হেড-কোয়ার্টারে। যেখানে কমপক্ষে ৩০জন ইরাকি পুলিশ ও উপজাতি যোদ্ধা নিহত হন।

দ্বিতীয় হামলাটি চালানো হয় মঙ্গলবার বিকেলে, এসময় কয়েক ডজন আত্মঘাতী আইএস হামলাকারী গাড়ি নিয়ে পশ্চিম রামাদির আল-বাগদাদি শহরের সীমান্তে অবস্থিত ইরাকি সৈন্যেদের ব্যারাকে প্রবেশ করে বোমার বিষ্ফোরণ ঘটায়। সেখানে অন্তত ২৫ জন ইরাকি সৈন্য নিহত হন।