logo

ছোট মেয়ের বিয়ে দিলেন রাভিনা

ছোট মেয়ের বিয়ে দিলেন রাভিনা

মুম্বাই, ২৭ জানুয়ারি- এক সময়ের বলিউড কাঁপানো নায়িকা রাভিনা টেন্ডন সম্প্রতি তার ছোট মেয়ে ছায়ার বিয়ে দিয়েছেন। বর গোয়াবাসী ব্যবসায়ী।

কদিন আগে মেয়ের বিয়ের জন্য গোয়া গিয়েছেন এই অভিনেত্রী।বিয়ের অনুষ্ঠানের ছবি শেয়ার করেছেন তিনি।‘হ্যাপি মোমেন্টস’ বলে টুইটারে একটি ছবি শেয়ার করেছেন রাভিনা।সেখানে দেখা যাচ্ছে, মেয়ে ছায়া’র পাশে হাসিখুশি মুখে বসে রয়েছেন এই অভিনেত্রী।

৯০-এর দশকে দুই মেয়েকে দত্তক নিয়েছিলেন এই অভিনেত্রী। তারাই হলেন পূজা এবং ছায়া। পূজার বিয়ে ২০১১ সালেই দিয়ে দিয়েছেন। এখন বিয়ে দিলেন ছোট মেয়ের। এছাড়া রাভিনা এবং অনিল দম্পতির ঘরে রয়েছে দুই সন্তান।