logo

জানেন কি আপনার সাধের ফোন থেকে কত আয় করে গুগ‌্ল?

জানেন কি আপনার সাধের ফোন থেকে কত আয় করে গুগ‌্ল?

জানা যাচ্ছে, অ্যানড্রয়েড ফোন মারফৎ বছরে প্রায় ২২ বিলিয়ন ডলায় আয় করেছে এই সার্চ ইঞ্জিন। সম্প্রতি সফটওয়্যার কোম্পানি ওরাকলের তরফে এক আইনজীবী এই তথ্য প্রকাশ করে মার্কিন আদালতে।

হাতের মুঠোয় একটা দামি ফোন না-থাকলে ঠিক চলে না আজকাল। যখন-তখন প্রয়োজনে তথ্য, ছবি দেখতে অনলাইন থাকাটাও খুব জরুরি। কিন্তু জানেন কি, আপনার সাধের অ্যানড্রয়েড ফোন থেকে ঠিক কত আয় করে গুগ‌্ল? শুনলে চোখ কপালে উঠতে বাধ্য। জানা যাচ্ছে, অ্যানড্রয়েড ফোন মারফৎ বছরে প্রায় ২২ বিলিয়ন ডলায় আয় করেছে এই সার্চ ইঞ্জিন।

সম্প্রতি সফটওয়্যার কোম্পানি ওরাকলের তরফে এক আইনজীবী এই তথ্য প্রকাশ করে মার্কিন আদালতে। এতদিন পর্যন্ত গুগ‌্ল তার আয়-ব্যায়ের হিসেব কোথাও প্রকাশ করেনি। বর্তমানে কপিরাইট সংক্রান্ত একটি মামলায় জড়িয়ে পড়েছে এই সার্চ ইঞ্জিন। মার্কিন আদালতে এই মামলার প্রেক্ষিতে প্রকাশ্যে আসে এমন অনেক তথ্য।