logo

স্ত্রীকে রেখে গাড়ি চালিয়ে ৬০ মাইল ‘ভুলোমনা’ স্বামী

স্ত্রীকে রেখে গাড়ি চালিয়ে ৬০ মাইল ‘ভুলোমনা’ স্বামী

বুয়েনোস আইরেস, ২৬ জানুয়ারি- আত্মভোলা বা ভুলোমনা সমস্যা অনেকেরই রয়েছে। তাই বলে বেড়াতে গিয়ে নিজের স্ত্রী-কে গাড়িতে তুলতে ভুলে যায়, এরকম মানুষও রয়েছে। সম্প্রতি আর্জেন্টাইন দম্পতি ওল্টার এবং ক্লাউডিয়া অবকাশ যাপনে যাচ্ছিলেন প্রতিবেশি দেশ ব্রাজিলে। পথে পেট্রল স্টেশনে গাড়ি থামলে প্রাকৃতিক কাজ সারতে যান ভুলোমনা স্বামী ওল্টার। এসে সোজা গাড়িতে বসে চালিয়ে চলে যান প্রায় ৬০ মাইল পথ। এই এতোটা পথে তার একবারও মনে হয়নি যে, পেছনের আসনে ঘুমিয়ে থাকা স্ত্রীকে ফেলে এসেছেন পেট্রল স্টেশনে।

ওল্টারের পাশে বসা ছিল তাদের ১৪ বছরের ছেলে, কিন্তু সেও তো মোবাইলে গেমস খেলায় ব্যস্ত। মা যে গাড়িতে নেই সেটা খেয়াল করার সময় কারো নেই। জানা যায়, ওল্টার যখন টয়লেটে গিয়েছিল সেই সময়ে গাড়ির পেছনের আসনে বসা ক্লাউডিয়া নেমেছিল নাস্তা কিনতে। গাড়ি পেট্রল স্টেশন ছেড়ে যাওয়ার পর একাধিকবার স্বামীকে ফোন করার চেষ্টা করেছিলেন ক্লাউডিয়া। কিন্তু নেটওয়ার্কের কারণে তিনি সেটিও করতে পারেননি। এর পর আর কী উপায়! দুঘণ্টার স্থানীয় পুলিশ স্টেশনে স্বামীর জন্য অপেক্ষা করতে থাকেন তিনি।

ব্রাজিলের পাসো ফান্ডো স্টেশনের পুলিশ জানায়, ক্লাউডিয়া এতোটাই ক্ষিপ্ত হয়েছিলেন যে তাঁর স্বামী যখন নিতে এসেছিলেন তিনি রাগে গাড়িতে লাথি মারেন। তিনি আরও বলেন, ‘ওই নারীকে হয়তো শারীরিক ভাবে কোন নির্যাতন করা হয়নি। তবে তিনি যখন তাঁর স্বামীকে দেখেছিলেন সে খুবই মনক্ষুণ্ণ হয়েছিলেন।’