logo

ফিলাডেলফিয়ার ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি নিনা

ফিলাডেলফিয়ার ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি নিনা

ওয়াশিংটন, ২৫ জানুয়ারি- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার এশিয়ান আমেরিকানস অ্যান্ড প্যাসিফিক আইসল্যান্ডার বিষয়ক উপদেষ্টা বাংলাদেশি নারী ড. নিনা আহমেদ ফিলাডেলফিয়া অঙ্গরাজ্যের ডেপুটি মেয়র পদে মনোনয়ন পেয়েছেন। 

ফিলাডেলফিয়ার মেয়র জিম কেনি ড. নিনাকে ডেপুটি মেয়র ফর পাবলিক এনগেজমেন্ট পদে মনোনয়ন দেন। গতকালই ফিলাডেলফিয়ার মেয়রের দপ্তর থেকে এ তথ্য জানানো হয়। 

প্রথম বাংলাদেশি হিসেবে নিনা মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কাজের সুযোগ পেয়েছিলেন। প্রেসিডেন্ট বারাক ওবামার এশিয়ান আমেরিকানস অ্যান্ড প্যাসিফিক আইসল্যান্ডার বিষয়ক উপদেষ্টা কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন এই বাংলাদেশি।

ড. নিনা আহমেদের জন্ম ঢাকায়। বাবার বাড়ি ময়মনসিংহ, মায়ের ফরিদপুর। তবে মার্কিন মুলুকে মেয়ের এই অসামান্য সাফল্য দেখে যেতে পারেননি মা-বাবা। স্বামী আহসান নসরুল্লাহ ও দুই মেয়েকে নিয়ে ফিলাডেলফিয়ার অভিজাত মাউন্ট এরি এলাকায় থাকেন নিনা।